বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: ‘গাঁটছড়া’য় খড়ির জায়গা নেবেন স্বীকৃতি মজুমদার? জল্পনায় জবাব খেলাঘরের পূর্ণার

Serial Update: ‘গাঁটছড়া’য় খড়ির জায়গা নেবেন স্বীকৃতি মজুমদার? জল্পনায় জবাব খেলাঘরের পূর্ণার

হিন্দি গাঁটছড়াতে খড়ি চরিত্রে কি থাকছেন স্বীকৃতি?

খেলাঘর দিয়ে দর্শকদেক মধ্যে পরিচিতি তৈরি করেছেন স্বীকৃতি। খবর বলছে, হিন্দিতে খুব জলদি শুরু হবে গাঁটছড়া। আর তাতে খড়ির চরিত্রে থাকবেন তিনিই। 

এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি তালিকাতে ৩ নম্বরে আছে গাঁটছড়া। সিংহরায় পরিবারের ওঠাপড়া আপাতত হিট সোশ্যাল মিডিয়ায়। তবে কয়েকদিন ধরেই একটা খবর ঘুরছে চারদিকে আর তা হল গাঁটছড়া-তে খড়ির চরিত্রে দেখা যাবে স্বীকৃতি মজুমদারকে। বাংলার দর্শকদের কাছে স্বীকৃতিকে চেনেন সকলেই, ‘খেলাঘর’ ধারাবাহিকের পূর্ণা অর্থাৎ স্বীকৃতি মজুমদার। 

তবে চিন্তা করার কিছু নেই। বাংলা ধারাবাহিক থেকে কোনওভাবেই শোলাঙ্কিকে রিপ্লেস করছেন না স্বীকৃতি। বরং খবর বলছে মিঠাই, শ্রীময়ী, খুকুমণি হোম ডেলিভারির পর হিন্দিতে আসতে চলেছে গাঁটছড়া। আর সেখানেই খড়ির ভূমিকা দেখা মিলবে স্বীকৃতির। সত্যিই কি তাই? সম্প্রতি এই খবরে মুখ খুললেন অভিনেত্রী।

এক বাংলা সংবাদমাধ্যমকে ‘খেলাঘর’-এর পূর্ণা জানালেন, ‘আমি এখন ঘুরতে এসেছি। হিন্দি গাঁটছড়ার ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই।’ তবে কানাঘুষো শোনা যাচ্ছে কলকাতা থেকে স্বীকৃতি সহ আরও কিছু নাম মুম্বইয়ের প্রযোজনা সংস্থার কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। অবশ্য এখন ট্রাভেল মুডে আছেন। ছুটি কাটাচ্ছেন হিমাচলে। শনিবারই কলকাতায় ফেরার কথা। 

প্রসঙ্গত, খেলাঘরই ছিল স্বীকৃতির প্রথম কাজ। ২০২০ সালে শুরু হয় এই ধারাবাহিক। প্রায় ২ বছর চলার পর ২০২২ সালের মে মাসে বন্ধ হয়ে যায় সেটি। শান্টু গুণ্ডা আর পূর্ণার বিয়ে, সংসার শুরু, তারপর সম্পর্কে আসা চড়াই-উৎরাই ভালোই প্রশংসা পেয়েছিল দর্শক থেকে। এখন দেখার আদৌ হিন্দি ‘গাঁটছড়া’ দিয়ে কামব্যাক হয়, নাকি বাংলাতেই ফিরবেন নতুন নাম আর লুক নিয়ে। 

 

বন্ধ করুন