গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শোভন গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক বছর জমিয়েই প্রেমটা করছিলেন শোভন-স্বস্তিকা। তবে শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি শোভন-স্বস্তিকার সম্পর্কে চিড় ধরেছে। এই বছরের শুরুর দিকেই প্রেম-বার্ষিকী পালন করেছিলেন দুজনে, হঠাৎ কী এমন ঘটল?
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে শোভন-স্বস্তিকার মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর সেকারণেই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সত্যিই কি তাই?
সম্প্রতি এবিষয়ে প্রশ্ন করা হলে বিরক্ত স্বস্তিকা দত্ত এক সংবাদমাধ্যমকে সাফ জানান, ‘আমি এবিষয়ে কিছুই বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখানে কোনও তৃতীয়, চতর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আমরা একসঙ্গে আছি কি নেই, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না।’ এদিকে স্বস্তিকা দত্ত কোনও কথা বলতে না চাইলেও জোর গুঞ্জন শোভনের জীবনে নাকি প্রাক্তনের আনাগোনা শুরু হয়েছে। আর সেকারণেই স্বস্তিকার সঙ্গে তাঁর সম্পর্কে গোলযোগ তৈরি হয়েছে। মাঝে মধ্যেই নাকি প্রাক্তনের কাছে ছুটে যাচ্ছেন শোভন। আর এখবর কানে আসতেই স্বস্তিকা দত্তের মন ভেঙেছে। যদিও তিনি এখনই নাকি সম্পর্ক ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান না । ঘনিষ্ঠমহল বলছে শোভনকে আরও একবার সুযোগ দিতে চান স্বস্তিকা। শেষপর্যন্ত শোভন-স্বস্তিকার সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেটাই দেখার…।
আরও পড়ুন-আমি 'স্কুল ড্রপ আউট', মদ্যপ বাবা দায় নেননি, পড়ার পয়সা ছিল না: জনি লিভার
এদিকে সম্প্রতি স্বস্তিকা দত্তের সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর মন খারাপের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। যেখানে সমুদ্রে জলে পা ভেজাতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। আর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়, ‘ইন্তেজার তেরা সহ হোনে কা’ গান। তারও আগে জগন্নাথ-বলরাম-সুভদ্রার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘সবাইকে ভালো রেখো’।এ
এদিকে কাজের ক্ষেত্রে স্বস্তিকা দত্ত এখন তাঁর বাংলা ধারাবাহিক 'তোমার খোলা হাওয়ার' শ্যুটিংয়ে ব্যস্ত। আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি 'ফাটাফাটি'-তেও অভিনয় করে ফেলেছেন তিনি। যেটি আগামী মে মাসে মুক্তি পাবে।