বাংলা নিউজ > বায়োস্কোপ > Swstika Dutta-Shovan Ganguly: জীবনে ফের প্রাক্তনের আনাগোনা! ভাঙছে শোভন-স্বস্তিকার প্রেম? মুখ খুললেন অভিনেত্রী

Swstika Dutta-Shovan Ganguly: জীবনে ফের প্রাক্তনের আনাগোনা! ভাঙছে শোভন-স্বস্তিকার প্রেম? মুখ খুললেন অভিনেত্রী

ভাঙছে শোভন-স্বস্তিকার প্রেম?

জোর গুঞ্জন শোভনের জীবনে নাকি প্রাক্তনের আনাগোনা শুরু হয়েছে। আর সেকারণেই স্বস্তিকার সঙ্গে তাঁর সম্পর্কে গোলযোগ তৈরি হয়েছে। মাঝে মধ্যেই নাকি প্রাক্তনের কাছে ছুটে যাচ্ছেন শোভন। আর এখবর কানে আসতেই স্বস্তিকা দত্তের মন ভেঙেছে। যদিও তিনি এখনই নাকি সম্পর্ক ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান না। 

গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শোভন গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক বছর জমিয়েই প্রেমটা করছিলেন শোভন-স্বস্তিকা। তবে শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি শোভন-স্বস্তিকার সম্পর্কে চিড় ধরেছে। এই বছরের শুরুর দিকেই প্রেম-বার্ষিকী পালন করেছিলেন দুজনে, হঠাৎ কী এমন ঘটল?

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে শোভন-স্বস্তিকার মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর সেকারণেই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সত্যিই কি তাই?

সম্প্রতি এবিষয়ে প্রশ্ন করা হলে বিরক্ত স্বস্তিকা দত্ত এক সংবাদমাধ্যমকে সাফ জানান, ‘আমি এবিষয়ে কিছুই বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখানে কোনও তৃতীয়, চতর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আমরা একসঙ্গে আছি কি নেই, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না।’ এদিকে স্বস্তিকা দত্ত কোনও কথা বলতে না চাইলেও জোর গুঞ্জন শোভনের জীবনে নাকি প্রাক্তনের আনাগোনা শুরু হয়েছে। আর সেকারণেই স্বস্তিকার সঙ্গে তাঁর সম্পর্কে গোলযোগ তৈরি হয়েছে। মাঝে মধ্যেই নাকি প্রাক্তনের কাছে ছুটে যাচ্ছেন শোভন। আর এখবর কানে আসতেই স্বস্তিকা দত্তের মন ভেঙেছে। যদিও তিনি এখনই নাকি সম্পর্ক ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান না । ঘনিষ্ঠমহল বলছে শোভনকে আরও একবার সুযোগ দিতে চান স্বস্তিকা। শেষপর্যন্ত শোভন-স্বস্তিকার সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেটাই দেখার…।

আরও পড়ুন-আমি 'স্কুল ড্রপ আউট', মদ্যপ বাবা দায় নেননি, পড়ার পয়সা ছিল না: জনি লিভার

এদিকে সম্প্রতি স্বস্তিকা দত্তের সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর মন খারাপের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। যেখানে সমুদ্রে জলে পা ভেজাতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। আর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়, ‘ইন্তেজার তেরা সহ হোনে কা’ গান। তারও আগে জগন্নাথ-বলরাম-সুভদ্রার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘সবাইকে ভালো রেখো’।এ

এদিকে কাজের ক্ষেত্রে স্বস্তিকা দত্ত এখন তাঁর বাংলা ধারাবাহিক 'তোমার খোলা হাওয়ার' শ্যুটিংয়ে ব্যস্ত। আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি 'ফাটাফাটি'-তেও অভিনয় করে ফেলেছেন তিনি। যেটি আগামী মে মাসে মুক্তি পাবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

ক্যানসার আক্রান্ত হওয়ার কথায় কেঁদে ফেলেন প্রতিযোগী, অমিতাভ বলেন,‘আমিও বহুবার…' রাহুলের শিখ মন্তব্যে ‘হাতিয়ার’ পেল খলিস্তানি জঙ্গিরা! চাপে ফেলার চেষ্টা ভারতকে ২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.