প্রায় হারের মুখ থেকে শনিবার রাতে জয় ছিনিয়ে আনল ভারত। ৭ রানে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকাকে। দেশের জয় অসমুদ্র হিমাচল উত্তেজনা, আবেগে ভাসছে। এর মধ্যেই এমবিএ চাওয়ালা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রফুল্ল বিল্লোর সবার নজর কেড়ে নিলেন। কিন্তু কেন?
আরও পড়ুন: 'মোটা থাই' নিয়ে সুইমিং স্যুট! ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'
কী কাণ্ড ঘটিয়েছেন প্রফুল্ল বিল্লোর?
কিছুদিন আগে প্রফুল্ল বিল্লোর সূর্যকুমার যাদবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তারপরই লাগাতার ভাবে একটার পর একটা ম্যাচে খারাপ পারফর্ম করতে থাকেন ভারতের SKY। এরপরই এমবিএ চাওয়ালা গ্রুপের প্রতিষ্ঠাতাকে সবাই অপয়া বলে ডাকতে শুরু করেন। এরপরই আসল খেলা খেলে দেন প্রফুল্ল।
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
সকলে যেহেতু তাঁকে অপয়া বলে ডাকছিলই তাই সেটা থেকে না পালিয়ে বরং দেশকে জেতাতে এবং তিনি যে সত্যিই অপয়া সেটা প্রমাণ করতে নিজের একটি ছবি এডিট করে দক্ষিণ আফ্রিকার দলের সঙ্গে জুড়ে দেন। আর ব্যাস, ফাইনালের ফলাফল সবার জানা। ভারতের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হারল তাঁরা। ব্যাস, অমনি তিনি অপয়া থেকে হিরো হয়ে উঠলেন। তাঁকে রিভার্স জিনি বলেও আখ্যা দেন অনেকে। শুরু হয়ে যায় মিমের বন্যা।
সোশ্যাল মিডিয়া খুললেই এখন সেই ছবি দেখা যাচ্ছে। ফলে সহজেই যেটা নিয়ে খারাপ লাগার কথা ছিল সেটাকেই কাজে লাগিয়ে একপ্রকার নিজেকে স্বাধীনতা সংগ্রামী করে তুললেন প্রফুল্ল। দেখুন তারই কিছু নমুনা।