বর ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্যারিস অলিম্পিকে হাজির হয়েছিলেন তাপসী। সাত্ত্বিক-চিরাগ জুটির হারের পর কোচিং থেকে অবসর ঘোষণা করেছেন তাপসীর স্বামী। আপতত ব্যাডমিন্টন থেকে দূরে থাকতে চান ম্য়াথিয়াস। জল্পনা তাপসীও নাকি বরের হাত ধরে বিদেশে পাড়ি দেবেন। এর মাঝেই মুম্বইয়ে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র স্ক্রিনিংয়ে দেখা গেল তাপসী পান্নুকে।
স্ক্রিনিং থেকে বেরানোর সময় পাপারাৎজির উপর ফের রেগে কাঁই তাপসী। বলেছিলেন। তিনি যখন থিয়েটার থেকে বের হচ্ছিলেন, তখন তাপসীর একদম মুখের সামনে এসে তাঁর ছবি তুলতে গেলেই ঘটল বিপত্তি।
ধমক দিলেন তাপসী
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ক্লিপে পাপারাৎজিদের রীতিমতো ধমক দিলেন তাপসী। বলিউডের এই হাসিনাকে বলতে শোনা গেল, ‘আমার খুব কাছে এসো না। আপনারা যদি এইরকম আমর উপর চড়ার চেষ্টা করেন, তাহলে আমাকে ভয় দেখাচ্ছেন’।
এরপর গটগটিয়ে গাড়িতে উঠে যান তাপসী, বাকি পাপারাৎজিরা ক্ষমা চান নায়িকার কাছে। গাড়িতে ওঠার আগে তাপসী বললেন, 'থ্যাঙ্ক ইউ'। অনুষ্ঠানে তাপসীকে দেখা গেছে কালো রঙা প্যান্ট এবং সরু ফিতের টপে। সঙ্গে লাল রঙা একটি স্টোল সঙ্গে রেখেছিলেন নায়িকা।
পাপারাজ্জিদের সাথে তাপসীর ‘তু-তু-মেয়-মেয়’
এটাই পাপারাৎজিদের সঙ্গে তাপসীর প্রথম ঝামেলা নয়। পান থেকে চুন খসলেই ছবি শিকারিদের তিরস্কার করেন তাপসী। ফিভার এফএমের সাথে কথা বলার সময়, তিনি বলেছিলেন যে পাপারাজ্জিরা নিঃসন্দেহে জানে তাঁরা কখন ছবি তুলতে গিয়ে খুব কাছাকাছি এসে পড়ে, কিংবা গাড়ি ধাওয়া করে।
অভিনেত্রী জানান, ‘এই জিনিসগুলি আমাকে চলচ্চিত্র এনে দিচ্ছে না। আমার অভিনয়ই শেষ কথা। সুতরাং আমাকে তথাকথিত মিডিয়ার একটি অংশকে তুষ্ট করতে হবে না, এমনকি আমি তাদের সরাসরি মিডিয়াও বলি না কারণ তারা তাদের কায়েমি স্বার্থের জন্য কাজ করছে। আমি এগুলোকে মিডিয়া বলি না।’
তাপসীর আসন্ন প্রোজেক্ট
তাপসীর সাম্প্রতিক রিলিজ ফির আয়ি হাসিন দিলরুবা, এখানে রানির চরিত্রে দেখা গিয়েছে নায়িকাকে। ছবিতে আরও অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, সানি কৌশল ও জিমি শেরগিল। ফির আয়ি হাসিন দিলরুবা হাসিন দিলরুবার সিক্যুয়েল, এটি ৯ই অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
আগামিতে অক্ষয় কুমার, বাণী কাপুর, ফারদিন খান, অ্যামি ভির্কের সঙ্গে ‘খেল খেল মে’তে দেখা যাবে তাপসীকে। মুদাসসর আজিজ পরিচালিত 'খেল খেল মে' মুক্তি পাবে ১৫ আগস্ট।