বাংলা নিউজ > বায়োস্কোপ > Taapsee Pannu on Bollywood Box Office: 'কী চলবে, আর কী নয় বোঝা মুশকিল!' বলিউড নিয়ে হঠাৎ এমন মন্তব্য কেন করলেন তাপসী

Taapsee Pannu on Bollywood Box Office: 'কী চলবে, আর কী নয় বোঝা মুশকিল!' বলিউড নিয়ে হঠাৎ এমন মন্তব্য কেন করলেন তাপসী

বলিউড, বক্স অফিস নিয়ে কী বললেন তাপসী?

Taapsee Pannu on Bollywood: তাপসী পান্নু সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান দর্শকরা এখন কী পছন্দ করবেন আর কী না সেটা বোঝাই যাচ্ছে না। আর কী জানালেন তিনি?

বলিউডের কোন ছবি বক্স অফিসে কেমন চলবে, কেমন ফল করবে সেটা এখন এক প্রকার বোঝা দায় হয়ে গিয়েছে! এবার তাপসী পান্নু বলিউড থেকে বক্স অফিস সবটা নিয়ে মুখ খুললেন। তিনি জানান যে তিনি বোঝার চেষ্টা করছেন যেন বলিউড বক্স অফিস কীভাবে বিহেভ করছে বর্তমানে, কোন ছবি বক্স অফিসে চলবে আর কোনটা নয় সেটাও ধরার চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে তিনি বিস্তারিতভাবে একটি সাক্ষাৎকারে জানান।

তাপসী পান্নু অভিনীত ছবি ‘ব্লার’ সদ্যই জি ৫-এ মুক্তি পেয়েছে। এই থ্রিলার ছবিতে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। যদিও এই ছবির দৈর্ঘ্যের জন্য তাকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

তাপসীকে বরাবর শক্তিশালী চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে, তাঁকে সেই বিষয়ে নিয়ে যেমন বলতে শোনা যায়, তেমনই তাঁকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কী বুঝতে পারছেন দর্শক কোন ধরনের ছবি এখন পছন্দ করছেন আর কোনটা নয় তিনি সেটারও উত্তর দেন। তিনি বলেন, 'যে ব্যক্তি এখন এটা বলতে পারবেন তিনি সকলের কাছে ঈশ্বর হয়ে যাবেন। আমি নিশ্চিত আমাদের মধ্যে কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না যে দর্শকরা এখন কী দেখতে চাইছেন, কোন ধরনের ছবি পছন্দ করেছেন। আমার কাছে যখন কোনও ছবির অফার আসে আমি তখন একজন দর্শক হিসেবে ভাবতে বসি যে কেন এই সিনেমা দেখব? কেন সময় বা টাকা খরচ করব। তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই। এছাড়া এখন তো কেউই কাউকে কোনও বিষয়ে গ্যারান্টি দিতে পারে না।'

ব্লার ছবিতে তাপসীকে এমন এক মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিনি তাঁর দুই যমজ সন্তানের রহস্যজনক মৃত্যুর রহস্য সমাধান করছেন এবং সেটা করতে গিয়ে তিনি ক্রমশ তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে থাকেন। তিনি বলেন যখন তিনি শ্যুটিং করছিলেন, তখন যখন দেখতে পারছিলেন তখন তাঁর বাকি সেন্সগুলো অত্যন্ত প্রখর হয়ে গিয়েছিল। তাঁর কথায়, 'এটা আপনার সেন্সকে আরও শক্তিশালী করে তোলে। আমি যেন তখন বেশি করে শুনতে পাচ্ছিলাম, বেশি মাত্রায় ভাবতে পারছিলাম। যখন আপনি দেখতে পান তখন আপনার মাথা অন্যরকম ভাবে বিচার বিবেচনা করে। যখন আপনি দেখতে পান না তখন আপনার মস্তিষ্ক আরও অনেক বেশি ফোকাসড হয়ে যায়। এটাই আমি উপলব্ধ করেছি ঘণ্টার পর ঘণ্টা চোখ বন্ধ করা অবস্থায় থেকে।'

এই ছবিটির পরিচালনা করেছেন অজয় বহেল। ৯ ডিসেম্বর ছবিটি জি ৫-এ মুক্তি পেয়েছে। এই থ্রিলার ছবিতে তাপসী পান্নু ছাড়াও গুলশান দেবিয়া, কৃতিকা দেশাই খান, প্রমুখকে দেখা গিয়েছে। এটি আদতে স্প্যানিশ থ্রিলার ছবি জুলিয়াজ আইজের হিন্দি রিমেক। তাপসী পান্নুর কাছে কেন এই থ্রিলার ছবি বাকি থ্রিলার ছবির থেকে আলাদা লেগেছিল, এই বিষয়ে তিনি জানান, 'আসলে এই ছবিটি দেখতে বসলে দর্শকের মনে মধ্যে সারাক্ষণ প্রশ্ন তাড়া করে বেড়াবে যে কী হচ্ছে, কেন হচ্ছে, এরপর কী হবে। এই ছবিতে অনেকগুলো হিউম্যান লেয়ার আছে, আর সেখান থেকেই মানুষের স্বভাবের ব্যাপারে একটা ধারণা মিলবে। আর সেটাই আমার ভালো লেগেছিল।'

২০২৩ সালে তাপসীর একাধিক ছবি মুক্তি পেতে চলেছে, এর মধ্যে প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে ‘জন গণ মন'। এরপর মুক্তি কবে ‘এলিয়েন’, ‘ও লড়কি হ্যায় কাঁহা’। এবং সব শেষে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে।

বন্ধ করুন