বাংলা নিউজ > বায়োস্কোপ > Taapsee Pannu on Wedding Plans: ‘দেখনদারির দরকার নেই’, বলিপাড়ার বিয়ে নিয়ে বিস্ফোরক তাপসী, নিশানায় সিড-কিয়ারা?

Taapsee Pannu on Wedding Plans: ‘দেখনদারির দরকার নেই’, বলিপাড়ার বিয়ে নিয়ে বিস্ফোরক তাপসী, নিশানায় সিড-কিয়ারা?

বিয়ে নিয়ে অকপট তাপসী

Taapsee-Mathias: ছিমছাম বিয়ের অনুষ্ঠান চান তাপসী। সহ-অভিনেত্রীদের সঙ্গে কম্পিটিশনে যেতে রাজি নন বলিউডের এই ‘হাসিন দিলরুবা’। 

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ না করেন না তাপসী পান্নু। তবে নায়িকার লাভ লাইফ কারুর অজানা নয়। ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেম সম্পর্ক তাঁর। দেখতে দেখতে ৯ বছর পার করেছে তাঁদের প্রেম। তাপসী যখন সম্পর্কে জড়ান তখন ডেনমার্কের হয়ে পেশাদার ব্যাডমিন্টন খেলতেন ম্যাথিয়াস। অভিনেত্রীর কথায়, তাঁর যে সকল সহকর্মীরা এখন সুখে সংসার পেতেছেন তাঁদের অধিকাংশই তাপসীর পর প্রেমে পড়েছেন। যদিও পেশাগত হোক বা ব্যক্তিগত, কোনও ক্ষেত্রেই কোনও প্রতিযোগিতায় নামতে চান না তিনি। 

প্রায়শই একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাপসী ও তাঁর বিদেশি প্রেমিককে। বহু বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দুজনের। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। গত কয়েক বছরে বলিপাড়ায় বিয়ের হিড়িক। একে একে সাত পাক ঘুরেছেন ক্যাটরিনা, আলিয়া, ইয়ামি, কিয়ারারা। বিয়ে নিয়ে তাপসীর কী প্ল্যান? 

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার সমসাময়িক যে সব অভিনেতা-অভিনেত্রীরা বিয়ে করছে, মা-বাবা হচ্ছে তাঁরা সকলেই তাঁদের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে আমি যে মানুষটাকে ডেট করছি  আমি তাঁর প্রেমে পড়ার অনেক পরে…. সত্যি অনেকদিন হল। তবে ভালো ব্যাপার হল আজও আমি সেই মানুষটার সঙ্গেই সম্পর্কে আছি। সত্যি বলতে আমি কিন্তু এই সম্পর্কটা স্বীকার করতে কোনওদিন পিছপা হইনি, কেরিয়ারের একদম গোড়ার দিকে আমি প্রেমে পড়েছিলাম। তবে আমি চাইনি আমার প্রেমজীবন নিয়ে চর্চা হোক’।

তাপসী আরও যোগ করেন, ‘সবাই জানে আমরা দেখনদারি করি না, আমরা কোনওদিন এই সম্পর্ক স্বীকার করা থেকে পিছিয়ে আসিনি। আমরা নিজের চেষ্টায় আজ এই জায়গা এসে পৌঁছেছি, কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছি। শত ব্যস্ততার মধ্যেও আমরা নিজেদের জন্য সময় বার করেছি, এর জেরেই আমাদের লং ডিসট্যান্ট সম্পর্ক টিকে থেকেছে’। কারুর সঙ্গে কোনওরকম প্রতিযোগিতায় যেতে আগ্রহী নন তাপসী, জানান অভিনেত্রী। ভিকি-ক্যাটরিনা থেকে সিদ্ধার্থ-কিয়ারা, সাম্প্রতিক সময়ে রাজস্থানে রাজকীয় বিয়ে সারতে দেখা গিয়েছে বলি সেলেবদের। সেই পথে হাঁটবেন না তাপসী, তা স্পষ্ট বলে দিলেন।

কেমন বিয়ে চান তাপসী? তাঁর স্পষ্ট উত্তর ‘কোনওরকম ড্রামা ছাড়া, একটা ছিমছাম বিয়ে। একদিনের মধ্যেই যা মিটে যাবে’। তাপসীকে শেষ দেখা গিয়েছে ‘ব্লার’ ছবিতে। আগামিতে তাঁকে দেখা যাবে ‘ওহ লড়কি হ্যায় কাঁহান?’ ছবিতে। চলতি বছরেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’। এই ছবিতে শাহরুখের নায়িকা তিনি। 

 

বন্ধ করুন