বাংলা নিউজ > বায়োস্কোপ > Taapsee Pannu: মাসে ডায়েটিশিয়ানকে ১ লাখ দেন তাপসী! মেয়ের খরচ দেখে হতবাক বাবা

Taapsee Pannu: মাসে ডায়েটিশিয়ানকে ১ লাখ দেন তাপসী! মেয়ের খরচ দেখে হতবাক বাবা

সে ডায়েটিশিয়ানকে ১ লাখ দেন তাপসী

Taapsee Pannu: ডায়েটিশিয়ানের জন্য ১ লাখ টাকা খরচ করেন তাপসী পান্নু! তাঁর এবং তাঁর মায়ের জন্য একসঙ্গে এত টাকা খরচ করেন তাও স্রেফ ডায়েটের জন্য, শুনেই হতবাক সকলে!

বলিউডের অভিনেতারা যে তাঁদের শখ, আহ্লাদ পূরণ করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন এ কথা সকলেরই জানা। কেউ সেটা তাঁদের শখের গাড়ি, বাড়ি, বা জামা কিনতে খরচ করেন। তো তাপসী পান্নুর মতো কেউ কেউ আবার ডায়েটিশিয়ানের জন্য! হ্যাঁ, ঠিকই পড়লেন আপনি। তাপসী ডায়েটিশিয়ানের জন্য মাস গেলে হাজার নয়, গুনে গুনে ১ লাখ টাকা খরচ করেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাপসী জানান তিনি প্রতি মাসে তাঁর ডায়েটের জন্য ঠিক কতটা খরচ করেন। আর সেই খরচের বহর শুনেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে! তাঁর বাবা মায়ের সঙ্গেও নাকি তিনি এই বিষয়ে ঝগড়া করেন।

কিন্তু ডায়েটিশিয়ানের জন্য এক লাখ কেন? অভিনেত্রীর কথা অনুযায়ী এটা নাকি তাঁর অকুপেশনাল হ্যাজার্ড। এটার জন্য তিনি তবে বাবার কাছে ভীষণ বকা খান বলেও জানান। তবুও নিজেকে ফিট রাখতে এটা তিনি করেন।

লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁর বাবা তাঁকে টাকা জমানোর কথা বলেন, আর তিনি সেটা শুনেও টাকা খরচ করে ফেলেন। তিনি আরও জানান তাঁর বাবা রীতিমত তাঁর উপর রেগে যান যখন তিনি তাঁর বাবার জন্য কোনও খরচ করেন। এই ৩৫ বছর বয়সী অভিনেত্রী তাঁর খরচের বিষয় বলতে গিয়ে বলেন, 'আমি একটু পরই বাড়ি যাব, আর আমি জানি আমায় গেলেই আমার ডায়েটিশিয়ানের জন্য বকা শুনতে হবে।' কিন্তু ডায়েটিশিয়ানের জন্য বকা কেন? এই বিষয়ে অভিনেত্রী বলেন, কারণ তিনি তাঁর ডায়েট মেনটেন করার জন্য প্রতি মাসের প্রায় ১ লাখ টাকা করে খরচ করেন। এত টাকা কেন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমার ডায়েট নিয়মিত বদলাতে থাকে। আমি কোন ছবিতে কাজ করছি, কেমন চরিত্রে কাজ করছি সেই অনুযায়ী আমার ডায়েট বদলাতে থাকে। আর তাছাড়া প্রতি চার পাঁচ বছর অন্তর আমাদের শরীরেও বদল আসে। আর এই পেশায় থাকার জন্য কোনও পেশাদার ডায়েটিশিয়ানের পরামর্শ জরুরি যাতে তিনি বলে দিতে পারেন কোন খাবার আমার জন্য ভালো কোনটা নয়। সবটাই নির্ভর করে আমরা কোন শহরে থাকছি, বা কোন দেশে থাকছি সেখানকার আবহাওয়া কেমন, ইত্যাদির উপর। ফলে সবটা মিলিয়ে তো আমার ডায়েট প্ল্যান তৈরি হয়।'

তবে এই খরচ তিনি তাঁর একার জন্য নয়, তাঁর মায়ের জন্য করে থাকেন। তাঁর মায়ের হজমের সমস্যা আছে। তাই তাঁর জন্য ডায়েট প্ল্যান নেন অভিনেত্রী। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'হাসপাতালে কেন টাকা খরচ করবেন যখন সঠিক ডায়েট মেনে ঠিক থাকতে পারেন? আগে ওখানেই খরচ করুন।' তবে তাঁর বাবার মতে এসবই হল সৌখিন জিনিস। যদিও তিনি মনে করেন না, এটা ভীষণই জরুরি।

বায়োস্কোপ খবর

Latest News

শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা? ফিরছে কমিনে, হায়দার জুটি! বিশাল-শাহিদের যুগলবন্দিতে তড়কা 'ভাবি ২' তৃপ্তি দিমরি 'জুনিয়র ডাক্তাররা তো চেয়ার চাননি,যা বলেনি তা নিয়ে..' মমতাকে মনে করালেন বিমান বসু ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মানুষ মারা যাচ্ছেন…অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে’ টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটবে শাকিবদের? টসে জিতল England , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| ‘অভয়া ক্লিনিকে কানটা দেখিয়ে আসুন’, কাকে লিখলেন সুদীপ্তা? বিরসা লেখেন,'মাথা, মন.. কোথায় ছিল দেহ? আপনারা কোথায় ছিলেন? নির্যাতিতার পরিবারকে নিয়ে আরজিকরে CBI ভিনরাজ্যে বড় দায়িত্বে যাবেন দিলীপ ঘোষ, বাংলায় গুরুত্ব কমেছে ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট কাদের? সেরা পাঁচে রয়েছেন অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.