বাংলা নিউজ > বায়োস্কোপ > Taapsee Pannu: শাহরুখকে একা ফেলে সৌদি আরব থেকে তড়িঘড়ি দেশে ফিরছেন তাপসী! কেন?

Taapsee Pannu: শাহরুখকে একা ফেলে সৌদি আরব থেকে তড়িঘড়ি দেশে ফিরছেন তাপসী! কেন?

শাহরুখ-তাপসী

Taapsee Pannu: ‘ডানকি’র শ্যুটিং শেডিউল শেষ করে চটজলদি মুম্বইয়ে ফিরছেন তাপসী। কেন জানেন? 

তাপসী পান্নুর সময়টা দুর্দান্ত যাচ্ছে। প্রথমবার শাহরুখ খানের নায়িকা অভিনেত্রী, শুধু তাই নয় প্রথমবার কাজ করছেন রাজু হিরানির পরিচালনায়। সবটাই ঘটছে ‘ডানকি’ ছবিতে। এই মুহূর্তে সৌদি আরবে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নায়ক-নায়িকা। তবে এবার এই ছবি নিয়ে সামনে এল বড় আপটেড। আপতত ব্যগ-পত্তর গুছিয়ে মুম্বইয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তাপসী। কিন্তু মাঝপথে শ্য়ুটিং ফেলে কেন তড়িঘড়ি মুম্বইয়ে ফেরা? 

সদ্যই মুক্তি পেয়েছে তাপসীর আসন্ন ছবি ‘ব্লার’ (Blurr)-এর শিহরণ জাগানো ট্রেলার। এই ছবিতে শুধু লিড রোলেই নেই নায়িকা, প্রযোজকের ভূমিকাতেও দেখা মিলবে তাঁর। এই ছবির প্রচারের জন্য়ই তাপসীর মুম্বই ফেরা। তবে সৌদি আবরবের শেডিউলের কাজ শেষ করে ফেলেছেন তাপসী। 

ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়োচ্ছে ব্লারের ট্রেলার। এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছে গায়েত্রী। ধীরে ধীরে নিজের দৃষ্টিশক্তি হারাচ্ছে সে, অন্যদিকে নিজের যমজ বোন গৌতমীর মৃত্যুর পিছনের সত্যিটা জানতে চায় সে। 

পরিচালক অজয় বহলে জানান, এই ছবির মধ্যে উঠে আসবে মানুষের জটিল মনস্তস্ত্ব। তিনি আরও বলেন, ‘ব্লার আপনাকে একটা ঘোলা জলে ফেলে দেয়, যেখানে মানুষের প্রয়োজনগুলো মিলেমিশে যায় বিভ্রান্তিকর রাগের সাথে’। সেই মূহুর্তে কোনটা সত্যি, কোনও মায়াজাল- তা বোঝাই সবচেয়ে কঠিন হয়ে পড়ে। এই সাইকোলজিক্যাল থ্রিলারে তাপসীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃত্তিকা দেশাই। স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আইস’ (Julia's Eyes)-এর রিমেক এই ছবি। আগামী ৯ই ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। 

প্রসঙ্গত, অভিবাসন নিয়ে রাজ কুমার হিরানি তৈরি করছেন ‘ডানকি’। শাহরুখ অভিনীত চরিত্রের পঞ্জাব থেকে কানাডায় যাওয়ার যাত্রাপথই উঠে আসবে এই ছবিতে। ছবির কাহিনি লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোন। এর আগে তিনবার ‘থ্রি ইডিয়ট’ পরিচালকের ছবির রিজেক্ট করেছেন শাহরুখ। অবশেষে দর্শক পেতে চলেছে শাহরুখ-রাজ কুমার হিরানি যুগলবন্দি। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে চলতি বছর এপ্রিলে, আগামী বছর ডিসেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে এই ছবি।

বন্ধ করুন