শেষ হল ‘কফি উইথ করণ’। এই জনপ্রিয় শোয়ের শেষ পর্বে অতিথি হিসাবে হাজির ছিলেন তন্ময় ভাট, কুশা কপিলা, দানিশ সইত এবং নীহারিকা এনএম । সবাই মিলে বেছে নিলেন এবারের সিজনের নানা বিভাগের বিজেতাদের। কিন্তু এর মধ্যেই উঠে এল নানা প্রশ্ন।
কেন তাপসী পান্নুকে শোয়ে ডাকেননি করণ? তিনি নেপো-কিড নন বলেই কি?
প্রসঙ্গটি তুলেছিলেন কুশা। তাঁর বক্তব্য ছিল, গত দু’বছরে বহু অভিনেতা-অভিনেত্রী সমালোচকদের প্রশংসা পেয়েছেন। তাঁদের বেশ কিছু ছবি হিট হয়েছে। আবার শিল্পী হিসাবেও তাঁরা জনপ্রিয়তা পেয়েছেন বহু।
গত দু’বছর কোভিডের কারণে ‘কফি উইথ করণ’ হয়নি। তার পরে আবারও নানা জটিলতা দেখা দিয়েছিল এই শো নিয়ে। টেলিভিশনে আর দেখানো হয়নি এই শো। তার পরে এটি পুরোটাই চলে আসে ওটিটি মাধ্যমে। সব মিলিয়ে লম্বা ছেদ পড়েছিল এই শোয়ে।
তার পরে চলতি বছরে আবার শো নিয়ে ফিরে এসেছেন করণ জোহর। এমনকী ঘোষণা হয়েগিয়েছে আগামী শোয়ের বিষয়েও। কিন্তু যত দিন ‘কফি উইথ করণ’ বন্ধ ছিল, তত দিন থেমে থাকেনি বলিউড। সেখানে ঘটে গিয়েছে বহু কিছুই। আ সেই প্রসঙ্গেই প্রশ্ন করেছেন কুশা। তাঁর বক্তব্য, এই দু’বছরে যে সব অভিনেতা অভিনেত্রী বিরাট সাফল্য পেয়েছেন, তাঁধের মধ্যে তাপসী পান্নু একজন। তাহলে তাঁকে ডাকা হল না কেন? এর মধ্যে কি পরীক্ষা-নিরীক্ষার কোনও ব্যাপার আছে? অনেকেই মনে করেছেন, তাঁর কথার মধ্যে স্বজনপোষণের ইঙ্গিত আছে।
কিন্তু করণ অবশ্য এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা ১২ পর্বের শো। এমনভাবে কাউকে ডাকতে হয়, যাতে কমবিনেশনে অতিথিদের ডাকা যায়। তাপসীকে বলতে চাই, এর পরে যখন ওঁকে ডাকব, খুব মজার কিছু কমবিনেশন ভাববো। ওর সঙ্গে কাকে ডাকা যায়, সেটি নিয়ে কথা বলব। যদি ও না বলে দেয়, আমার খারাপ লাগবে।’
এর আগে এক বেসরকারি রেডিয়োতে তাপসী এই বিষয়ে নিজেও মন্তব্য করেছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তাঁকে এই শোয়ে ডাকা হয়নি? উত্তরে তিনি বলেন, তাঁর যৌনজীবন খুব একটা উত্তেজক নয় বলেই হয়তো তাঁকা ডাকা হয়নি।