২০১৩ সালে ডেভিড ধাওয়ানের চশমে বদ্দুর দিয়ে বলিউডে ডেবিউ করেন তাপসী পান্নু। ইন্ডাস্ট্রি আউটসাইডার হয়েও বলিউডে নিজের জায়গা করেছেন এই কন্যে। বেবি, পিঙ্ক, মুল্ক, মনমারজিয়ান, থাপ্পড়ের মতো সিনেমায় তাঁর কাজ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গেল তাঁর আর প্রীতি জিন্টার চেহারার মিল, কীভাবে তাঁকে বলিউডে নিয়ে আসে।
কী বললেন তাপসী?
শিখর ধাওয়ানের টক শো ধাওয়ান করেঙ্গেতে হাজির হয়েছিলেন তাপসী। আর সেখানে ডাঙ্কি অভিনেত্রী বলেন. ‘আমাকে প্রথমে বলিউডে আনা হয়েছিল কারণ আমি অনেকটা প্রীতি জিন্টার মতো দেখতে। তার খুব পজিটিভ পাওয়ার রয়েছে, আপনি ভালো করেই তা জানেন।’
আরও পড়ুন: বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা! রণবীর ও ‘লাডলি’ রাহা-র ছবি দিলেন মাম্মা আলিয়া
প্রীতির প্রশংসা করে তাপসীকে আরও বলতে শোনা যায়, ‘খুবই প্রাণবন্ত ও বুদ্ধিমান তিনি। আমি অনুভব করেছিলাম যে, তাঁর খ্যাতি মেনে চলতেই হবে আমাকে। কারণ ওঁর নাম-ডাকের কারণে আমাকে এই শিল্পে আনা হয়েছিল। তাই আমি সবসময় চেষ্টা করেছিলাম ওঁর মতো হতে।’
প্রসঙ্গত, শিখর ধাওয়ান হলেন আইপিএল দল পাঞ্জাব কিংসের অধিনায়ক। যার মালিক হলেন প্রীতি জিন্টা।
আরও পড়ুন: রাহুল-প্রীতিকে সাধ খাওয়ালেন বনি-কৌশানি, দেখা গেল নাকি টলি অভিনেত্রীর বেবিবাম্প?
তাপসীর কেরিয়ার:
তাপসী পান্নু নাম শাবানা, লুপ লাপেটা, গেম ওভার, ব্লার, বদলা, জুড়ুয়া ২, হাসিন দিলরুবা, দোবারা, শাবাশ মিঠু এবং রশ্মি রকেটের মতো সিনেমাতেও কাজ করেছেন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা জিতু’র প্রথম সিনেমা, তদন্ত ডাক্তার খুনের! প্রকাশ্যে অরণ্যের প্রাচীণ প্রবাদের ট্রেলার
তাপসীকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির পরিচালনায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ডাঙ্কিতে। তিনি শাহরুখ খানের সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছিলেন। তিনি এখন হাসিন দিলরুবার সিক্যুয়াল ফির আয়ি হাসিন দিলরুবা-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও তাঁর ঝুলিতে থাকা সিনেমাগুলি হল ওহ লড়কি হ্যায় কাহা এবং খেল খেল মে।
বড় ব্রেকের পর কদিনের মধ্য্যে সিনেমায় ফিরছেন প্রীতি জিন্টা নিজেও। সানি দেওলের সঙ্গে তাঁকে দেখা যাবে লাহোর ১৯৪৭-এ। এই সিনেমার প্রযোজনা করছেন আমির খান।