ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম চর্চিত শো ‘তারক মেহতা কা উলটা চশমা’, তবে গত কয়েক মাস ধরে একদম অযাচিত কারণে সংবাদ শিরোনামে রয়েছে এই সিটকম। মাস কয়েক আগেই অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল প্রযোজকদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন! একের পর এক অভিনেতার যখন শো ছাড়ছেন তখন এই শো-এর অন্যতম পোস্টার বয় শৈলেশ লোধাও তারক মেহতা শো ছেড়ে দেন।
১৪ বছর ধরে পর্দার তারক মেহতা হিসাবে দর্শক দেখেছে শৈলেশ লোধাকে, কিন্তু প্রযোজকদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বনিবনা না হওয়ায় ২০২২ সালে এই শো ছেড়ে বেরিয়ে আসেন অভিনেতা। যদিও প্রকাশ্যে সেই নিয়ে কথা বলেননি শৈলেশ। কিন্তু শোনা গিয়েছিল, অভিনেতার প্রাপ্য টাকা মিটিয়ে দেননি প্রযোজকরা। নিজের পারিশ্রমিকের টাকা পেতে জাতীয় কোম্পানি ল ট্রাইবুন্যাল (NCLT)-এর দ্বারস্থ হন অভিনেতা। দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে রাখলেও কিছুতেই প্রযোজক অসিত মোদী পারিশ্রমিক দিচ্ছিলেন না, এই মামলাতে বড় জয় পেলেন পর্দার তারক মেহতা।
দুই পক্ষের বয়ান শুনে এবং উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তারক মেহতার প্রযোজক অসিত মোদীকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ বাবদ দিে হবে। দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেই অনুসারে অসিত মোদী মোট ১ কোটি ৫ লক্ষ ৮৪ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দেবেন পর্দার প্রাক্তন তারক মেহতারকে। মামলা জিতে নিশ্চিন্ত শৈলেশ লোধা। বম্বে টাইমসে তিনি জানান, ‘বিষয়টা টাকার নয়, সুবিচারের লড়াই ছিল এটা। আত্মসম্মানের সঙ্গে জড়িত ব্যাপারটা, মনে হচ্ছে যুদ্ধ জিতলাম, আমি খুশি যে সত্যের জয় হয়েছে’। অকুতোভয় অভিনেতা আরও বলেন, কারুর হুমকির কাছে তিনি মাথানত করতে না-রাজ।
‘তারক মেহেতা কা উলটা চশমা’ সিরিয়ালের সূত্রধার হিসাবে দর্শক দেখেছে শৈলেশকে। তাঁর চোখ দিয়ে দিয়েই গোকুলধাম সোসাইটির নানান কাণ্ডকারখানা পর্দায় উঠে এসেছে। সিরিয়ালে জেঠা লালের বন্ধু এই তারক মেহতা। বর্তমানে শৈলেশের জায়গায় শচীন শ্রফকে দর্শক দেখছে নতুন তারক মেহতা হিসাবে, যদিও শৈলেশের জনপ্রিয়তাকে ছুঁতে পারেননি শচীন। প্রসঙ্গত, শৈলেশ লোধার আগে সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র 'দয়াবেন' খ্যাত দিশা বখানি এই শো ছেড়ে বেরিয়ে যান। প্রযোজকদের সঙ্গে দিশার মনোমালিন্যের খবরও সামনে এসেছিল, যদিও শো ছাড়ার মাস কয়েকের মধ্যেই মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন দিশা। সম্প্রতি তারক মেহতা শো-এর নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই নাকি দিশা শো-তে কামব্যাক করবেন।