বাংলা নিউজ > বায়োস্কোপ > Tabu in Bholaa: খাকি উর্দি-বন্দুক হাতে টাবুর ড্যাশিং লুক ফাঁস করলেন অজয়, দেখুন ভোলার পোস্টার

Tabu in Bholaa: খাকি উর্দি-বন্দুক হাতে টাবুর ড্যাশিং লুক ফাঁস করলেন অজয়, দেখুন ভোলার পোস্টার

ভোলায় ফের পুলিশের ভূমিকায় টাবু!

Tabu in Bholaa: ভোলা ছবিতে টাবুর প্রথম লুক প্রকাশ্যে এল। অজয় দেবগন মঙ্গলবার, ১৭ জানুয়ারি তাঁর সহ অভিনেত্রীর এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনেন। এই ছবিটি মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে।

মার্চ মাসে মুক্তি পেতে চলেছে অজয় দেবগন অভিনীত ভোলা। তার আগে মঙ্গলবার, ১৭ জানুয়ারি প্রকাশ্যে এল ভোলা ছবিতে টাবুকে কোন লুকে তার প্রথম ঝলক। অজয় দেবগন এদিন তাঁর সহ অভিনেত্রী তথা বন্ধুর প্রথম মোশন পোস্টার প্রকাশ্যে আনেন এই ছবি থেকে। তিনি ইনস্টাগ্রামে এই পোস্টার পোস্ট করেন। অভিনেতা টাবুর মোশন পোস্টার পোস্ট করে লেখেন, 'এক খাকি শ শয়তান।' তারপর হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন টাবু ইন ভোলা।

এই মোশন পোস্টারে থেকে বোঝা গিয়েছে যে টাবুকে দর্শকরা এই ছবিতে আরও একবার পুলিশের চরিত্রে দেখতে চলেছেন। দৃশ্যমের মতোই তাঁকে এই ছবিতেও পুলিশের চরিত্রে দেখা যাবে। অজয় এই পোস্টার পোস্ট করার পরই সেখানে তাঁদের অনুরাগীরা ইমোজি এবং কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।

অভিনেত্রী হুমা কুরেশি এই পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, 'টাবু'। সঙ্গে তিনি একটি আগুনের ইমোজি পোস্ট করেন। এক ভক্ত এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'টাবু আবার বক্স অফিসে হইচই ফেলতে আসছেন।' 'ব্লকব্লাস্টার হবে এই ছবি', এমনটাই জানান আরেক ভক্ত।

সম্প্রতি এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। তামিল ছবি, কাইথির অফিসিয়াল রিমেক হচ্ছে ভোলা। এই ছবিটির পরিচালনা করেছেন অজয়। এই ছবিতে মূলত দেখা যাবে একজন মানুষ কীভাবে এক রাতে একাধিক শত্রুর সঙ্গে লড়াই করেন।

অজয় দেবগনকে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তিনি এবং টাবু ছাড়াও এই ছবিতে আছেন সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, রাই লক্ষ্মী, প্রমুখ। আগামী ৩০ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি অজয়ের পরিচালিত চতুর্থ ছবি। এর আগে তিনি ২০০৮ সালে ইউ মি অর হাম, ২০১৬ সালে শিবায়, ২০২২ সালে রানওয়ে ৩৪ ছবিগুলো পরিচালনা করেছিলেন।

অন্যদিকে টাবুকে এখন কুত্তে ছবিতে দেখা যাচ্ছে। এই ছবিতে তাঁর অভিনয় সকলের কাছে থেকে প্রশংসা পেয়েছে। আগামীতে তাঁকে করিনা কাপুর খান, কৃতি শ্যাননের সঙ্গে দ্য ক্রিউ ছবিতে দেখা যেতে চলেছে।

বন্ধ করুন