বাংলা নিউজ > বায়োস্কোপ > Ajay Devgn-Tabu: অজয়ের জন্য প্রেম করেননি টাবু! অতীতের কথা বললেন অভিনেত্রী স্বয়ং

Ajay Devgn-Tabu: অজয়ের জন্য প্রেম করেননি টাবু! অতীতের কথা বললেন অভিনেত্রী স্বয়ং

অজয়কে নিয়ে কথা বললেন টাবু।

বিয়ে তো দূর অস্ত। নিদেনপক্ষে প্রেমটুকুও করেননি। টাবুর একা থাকার পিছনে অন্যতম কারণ অভিনেতা অজয় দেবগণ। না, গুঞ্জন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাল্যবন্ধু এবং অধুনা সহকর্মী সম্পর্কে এমনই জানিয়েছেন অভিনেত্রী।

এই প্রশ্ন যেন তাঁর নিত্য দিনের সঙ্গী। বলিউডের অন্যতম সফল নায়িকা। জীবনে যে কতগুলি প্রেম প্রস্তাব পেয়েছেন, তার ইয়ত্তা নেই। তবু কেন একা থেকে গেলেন টাবু?

বিয়ে তো দূর অস্ত। নিদেনপক্ষে প্রেমটুকুও করেননি। টাবুর একা থাকার পিছনে অন্যতম কারণ অভিনেতা অজয় দেবগণ। না, গুঞ্জন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাল্যবন্ধু এবং অধুনা সহকর্মী সম্পর্কে এমনই জানিয়েছেন অভিনেত্রী। অজয়ের জন্যই নাকি কখনও প্রেম আসেনি তাঁর জীবনে।

টাবু বলেন, 'আমার তুতো ভাই সমীর আর্যর পাশের বাড়িতে থাকত অজয়। ওর ভালো বন্ধুও ছিল। সেই বেড়ে ওঠার সময় থেকেই তাই অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই সময়ে সমীর আর অজয় আমার উপর নজর রাখত। আমার পিছন পিছন ঘুরত। কোনও ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলেই তাকে মারধর করত। আমার একা থেকে পিছনে এটি একটা বড় কারণ। আশা করি নিজের কাজের জন্য অজয় অনুতাপ করবে।'

এ সব কথাই যদিও নিছক রসিকতা ছাড়া কিছুই নয়। টাবুর ঘনিষ্ঠতম বন্ধুদের তালিকায় অজয় অন্যতম। তিনি বলেন, 'যদি কাউকে ভরসা করা যায়, তবে সে হল অজয় দেবগণ। ওর মনটা বাচ্চাদের মতো। কিন্তু ও আগলে রাখতে জানে। ও সেটে থাকলে প্রত্যেকেই নিশ্চিন্তে থাকে। আমাদের সম্পর্কটা অন্য রকম। আমরা একে অপরকে খুব স্নেহ করি।'

বায়োস্কোপ খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.