টাবুকে আগামীতে ওরো ম্যায় কাঁহা দম থা ছবিতে দেখা যাবে অজয় দেবগনের সঙ্গে। সেই ছবি মুক্তির আগে নিজের বাছাই করা চরিত্র নিয়ে কী জানালেন অভিনেত্রী?
কী জানিয়েছেন টাবু?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে টাবু জানিয়েছেন আজকাল অনেক অভিনেতা অভিনেত্রীরাই যতই বয়স হয়ে যাক পর্দায় অল্প বয়সীর চরিত্রে অভিনয় করছেন। কিন্তু তিনি সেটা করতে চান না। তিনি তাঁর বয়সের কথা মাথায় রেখেই চরিত্র বাছতে চান।
নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে টাবু জানিয়েছেন আগেকার দিন বয়স কমিয়ে অল্প বয়সীর চরিত্রে অভিনয় করার চল ছিল না। তখন অন্য অভিনেতারা নায়ক বা নায়িকাদের ছোটবেলার চরিত্রে অভিনয় করতেন। সেই চরিত্রগুলো বড় হয়ে যাওয়ার পর তাতে আইকনিক অভিনেতা যেমন ধর্মেন্দ্র, দিলীপ কুমার, প্রমুখদের দেখা যেত। কিন্তু বর্তমানে সেটা হয় না। তাই তিনি তবে পুরুষ সহ-অভিনেতাদের মতো এই বয়সে এসে অল্প বয়সী কোনও মহিলার চরিত্রে অভিনয় করতে রাজি নন।
টাবুকে যখন জিজ্ঞেস করা হয় সাম্প্রতিককালে তিনি এমন কোনও চরিত্রের অফার পেয়েছেন কিনা তখন তিনি জানান হ্যাঁ, তিনি এখনও তেমন চরিত্রের অফার পান। কিন্তু তিনি সেগুলো ফিরিয়ে দেন। কারণ তাঁর মতে এখন আর তাঁর ৩০ বছরের যুবতীর চরিত্রে অভিনয় করার বয়স নেই। তিনি চান না। বয়স বাড়ছে আর সেটা মাথায় রাখা উচিত বলেই মনে করেন টাবু।
প্রসঙ্গত ওরো ম্যায় কাঁহা দম থা ছবির আগে অভিনেত্রীকে ক্র, দৃশ্যম ২ ছবিতে দেখা গিয়েছে। তিনি সে ছবিগুলোতে নজর কেড়েছেন বিশেষ ভাবে।