কিছু মাস আগে মুক্তি পেয়েছে দ্য ক্রু। সেই ছবিতে বিমানসেবিকা হিসেবে নজর কেড়েছেন টাবু। এবার সেই ছবির সাফল্যের রং ফিকে হতে না হতেই হলিউডের বড় প্রজেক্ট হাতে পেলেন অভিনেত্রী। তিনি HBO ম্যাক্সের প্রিক্যুয়েল সিরিজ ডিউন: প্রফেসিতে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও এই সিরিজের নাম প্রথমে ডিউন: দ্য সিস্টারহুড রাখা হয়েছিল বলেই জানিয়েছে ভ্যারাইটি। এই সিরিজে টাবুকে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
টাবুর চরিত্রের ব্যাখ্যা করে বলা হয়েছে তাঁর চরিত্রটি ভীষণই শক্তিশালী, বুদ্ধিমতী সিস্টার ফ্রান্সেসকার চরিত্র হবে। তাঁর চরিত্রটি নাকি তুমুল ছাপ ফেলবে সকলের উপর। তিনি একটা সময় সেখানকার রাজার প্রেমিকা ছিলেন, সেখানেই তিনি ফিরবেন রাজধানীর ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে।
জানা গিয়েছে এই প্রিক্যুয়েল সিরিজটি জনপ্রিয় উপন্যাস সিস্টারহুড অব ডিউনের উপর ভিত্তি করে বানানো হবে। এই উপন্যাসটি লিখেছেন ব্রায়ান হার্বার্ট এবং কেভিন জে অ্যান্ডারসন। এই সিরিজের বিষয়ে ঘোষণা করে জানানো হয়েছে, 'ডিউনের বিস্তৃত দুনিয়ায় পা রাখুন যা তৈরি করেছেন জনপ্রিয় লেখক ফ্রাঙ্ক হার্বার্ট। ডিউন প্রফেসিতে উঠে আসবে দুই হারকোনেন সিস্টারদের কথা যাঁরা মানব সভ্যতার উপর আসতে পারা ভবিষ্যতের সমস্ত বিপদকে সরাতে পারে।'
ডেনিস ভিলেনিউভের কথা ছিল এই সিরিজটির পরিচালনা করার কারণ তিনিই ছবিটি পরিচালনা করেছিলেন। কিন্তু পরে জানা যায় তিনি সরে দাঁড়িয়েছেন এই প্রজেক্ট থেকে। আনা ফর্স্টার এই প্রজেক্টের পরিচালনা করবেন।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
ক্রু প্রসঙ্গে
করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু অভিনীত এই ছবিটি দেখতে দেখতে ৮০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। এই ছবিটির মোট আয় ৮২ কোটি ৬৭ লাখ টাকা।