'ডিউন: প্রফেসি'-তে সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় দেখা যাবে টাবুকে। তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে এল! ফার্স্ট লুকের একটি ছবি আলাদা করে পোস্ট করা হয়। এছাড়াও টিজার ও ট্রেলারের তারকার নানা ঝলক প্রকাশ্যে এসেছে৷ ফার্স্ট লুকে টাবুকে কালো পোশাককে দেখা গিয়েছে। তাঁর চুল পনিটেল করে বাঁধা।
ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে, টাবু বলেছেন, ‘ডিউনে সিস্টার ফ্রান্সেসকা চরিত্রে অভিনয় করা আমার কাছে একটি অসাধারণ অভিজ্ঞতা। যে মুহূর্ত থেকে এই চরিত্রটার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেই সময় আমি চোখের পলক পড়াও সময় দিইনি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম৷ এত আকর্ষণীয়, কৌতূহলী, বুদ্ধিমান এবং শক্তিশালী একটি চরিত্রের জন্য নির্মাতারা যে আমার উপর বিশ্বাস করেছেন এটাই একজন অভিনেতা হিসেবে আমার কাছে আনন্দের।’
আরও পড়ুন: প্রতারণা-মানসিক নির্যাতনের কারণে হার্দিককে ডিভোর্স? নাতাশার যে কাজ উসকাল জল্পনা
টাবুই কেন এই ভূমিকায় অভিনয় করবেন, তা নিয়ে নির্মাতাদের মত, 'তার কাজ সব সময় একটা স্থায়ী ছাপ রেখে যায়।' খবর, টাবুকে যে মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, সে একসময় সম্রাটের প্রেমিকা ছিল। নির্মাতারা বলেছেন, 'প্রাসাদে তাঁর প্রত্যাবর্তন রাজধানীর ক্ষমতার ভারসাম্যকে বিঘ্নিত করবে। আর সেখানেই জমে উঠবে গল্প।'
তাঁর চরিত্রের জটিলতা ও গভীরতা নিয়ে টাবু বলেছিলেন যে, 'এটি একটি গভীর প্রক্রিয়া।'
'ডিউন: প্রফেসি'-তে দুটি হারকোনেন বোনকে দেখা যাবে। তারা গল্পে মানবজাতির ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে ফেলা এক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। সেই শক্তি প্রতিরোধের জন্য তারা একটা সম্প্রদায়ও প্রতিষ্ঠা করবে, যেটি 'বেনে গেসেরিট' নামে পরিচিত হবে।
আরও পড়ুন: 'দর্শকরা ছবিটি গ্রহণ করবেন কিনা…' খেল খেল মে মুক্তির আগে কেন এমন বললেন অক্ষয়!
আসন্ন সিরিজটি ফ্রাঙ্ক হারবার্টের 'ডিউন'-এর ঘটনার ১০,০০০ বছর আগের সময়কে দেখানো হবে। এটি ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসনের 'সিস্টারহুড অফ ডিউন' উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর আগে এই ছবির নাম রাখা হয়েছিল 'ডিউন: দ্য সিস্টারহুড'।
টাবু ছাড়াও 'ডিউন: প্রফেসি'-তে অভিনয় করবেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, ট্র্যাভিস ফিমেল, জোহদি মে, মার্ক স্ট্রং, সারা- সোফি বুসনিনা, জোশ হিউস্টন, ক্লো লিয়া, জেড আনুকা, ফাওইলেন কানিংহাম, এডওয়ার্ড ডেভিস, অ্যাওইফ হিন্ডস, ক্রিস মা, এবং শালোম ব্রুন- ফ্রাঙ্কলিন।