বাংলা নিউজ > বায়োস্কোপ > Tahsan-Mithila: বিচ্ছেদ অতীত, ফের কাছাকাছি তাহসান-মিথিলা! সৃজিতকে ফেলে প্রথম স্বামীর কাছেই ফিরে গেলেন! কী ঘটেছে?

Tahsan-Mithila: বিচ্ছেদ অতীত, ফের কাছাকাছি তাহসান-মিথিলা! সৃজিতকে ফেলে প্রথম স্বামীর কাছেই ফিরে গেলেন! কী ঘটেছে?

তাহসান-মিথিলা-সৃজিত

বাংলাদেশের বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, বিচ্ছেদ ভুলে ফের একবার 'প্রাক্তন' তাহসানের কাছাকাছি এসেছেন মিথিলা। সত্যিই কি তাই? কিন্তু ব্যাপারটা কি! তবে কি সৃজিতকে ছেড়ে সন্তানের বাবার কাছে, আবারও পুরনো সংসারেই ফিরছেন বাংলাদেশের অভিনেত্রী?

একসময় বাংলাদেশের বিনোদন দুনিয়ায় তাহসান-মিথিলার প্রেম ছিল বেশ চর্চিত। একসঙ্গে কাজ করতে করতেই ব্যক্তিগত জীবনেও একসময় একে অপরের প্রেম ডুবে ছিলেন তাহসান-মিথিলা। একদিন বিয়েও করে ফেলেন তাঁরা। তাঁদের সুখী দাম্পত্যের হাত ধরে আসে জন্ম হয় তাঁদের মেয়ে আইরার। পর্দার মতোই বাস্তবেও সেই জুটি ছিল বাংলাদেশের সিনেপ্রেমীদের বড়ই প্রিয়। তবে একদিন সেই প্রেমেও দাঁড়ি পড়ে। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে যায়। সেদিন এই খবর বেজায় কষ্ট পেয়েছিলেন তাহসান-মিথিলার অনুরাগীরা।

তবে সেসব এখন অতীত। ২০১৯-এর ডিসেম্বরে এদেশের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। এদেশে আসেন সৃজিতঘরণী হয়ে। যদিও ইতিমধ্যেই দক্ষ অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে রাফিয়াত রশিদ মিথিলা। কখনও কলকাতায়, কখনওবা বাংলাদেশে থাকতে হয় মিথিলাকে। তবে সম্প্রতি বাংলাদেশের বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, বিচ্ছেদ ভুলে ফের একবার 'প্রাক্তন' তাহসানের কাছাকাছি এসেছেন মিথিলা। সত্যিই কি তাই? কিন্তু ব্যাপারটা কি! তবে কি সৃজিতকে ছেড়ে সন্তানের বাবার কাছে, আবারও পুরনো সংসারেই ফিরছেন বাংলাদেশের অভিনেত্রী?

তাহলে খোলসা করেই বলা যাক…। আসলে বাস্তবে নায়, সিনেমার পর্দার জন্যই ফের একসঙ্গে হয়েছেন তাহসান-মিথিলা। সৌজন্য়ে নতুন ওয়েব সিরিজ 'বাজি'। আরিফুর রহমানের পরিচালনায় সাত পর্বের এই ওয়েব সিরিজে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন তাহসান রহমান খান। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। তবে তাঁদের এই দুই চরিত্র আবারও প্রেমে পড়বে কিনা, তা ক্রমশ প্রকাশ্য।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও বিচ্ছেদ হলেও কোনওদিনই একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায়নি তাহসান-মিথিলাকে। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। মূলত মেয়ে আইয়ার দৌলতেই যোগাযোগ রয়েছে তাঁদের। মায়ের কাছে বড় হলেও, মাঝে মধ্যেই বাবা তাহসানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আইরাকে। তবে বাংলাদেশের সিনেপ্রেমীদের অনেকেই ধরে নিয়েছিলেন, তাহসান-মিথিলাকে আর কখনও একসঙ্গে পর্দায় দেখা যাবে না। তবে সেই জল্পনা মিথ্যে করে আরও একবার একসঙ্গে কাজ করতে চলছেন এই পুরনো, জনপ্রিয় জুটি।   

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.