একসময় বাংলাদেশের বিনোদন দুনিয়ায় তাহসান-মিথিলার প্রেম ছিল বেশ চর্চিত। একসঙ্গে কাজ করতে করতেই ব্যক্তিগত জীবনেও একসময় একে অপরের প্রেম ডুবে ছিলেন তাহসান-মিথিলা। একদিন বিয়েও করে ফেলেন তাঁরা। তাঁদের সুখী দাম্পত্যের হাত ধরে আসে জন্ম হয় তাঁদের মেয়ে আইরার। পর্দার মতোই বাস্তবেও সেই জুটি ছিল বাংলাদেশের সিনেপ্রেমীদের বড়ই প্রিয়। তবে একদিন সেই প্রেমেও দাঁড়ি পড়ে। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে যায়। সেদিন এই খবর বেজায় কষ্ট পেয়েছিলেন তাহসান-মিথিলার অনুরাগীরা।
তবে সেসব এখন অতীত। ২০১৯-এর ডিসেম্বরে এদেশের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। এদেশে আসেন সৃজিতঘরণী হয়ে। যদিও ইতিমধ্যেই দক্ষ অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে রাফিয়াত রশিদ মিথিলা। কখনও কলকাতায়, কখনওবা বাংলাদেশে থাকতে হয় মিথিলাকে। তবে সম্প্রতি বাংলাদেশের বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, বিচ্ছেদ ভুলে ফের একবার 'প্রাক্তন' তাহসানের কাছাকাছি এসেছেন মিথিলা। সত্যিই কি তাই? কিন্তু ব্যাপারটা কি! তবে কি সৃজিতকে ছেড়ে সন্তানের বাবার কাছে, আবারও পুরনো সংসারেই ফিরছেন বাংলাদেশের অভিনেত্রী?
তাহলে খোলসা করেই বলা যাক…। আসলে বাস্তবে নায়, সিনেমার পর্দার জন্যই ফের একসঙ্গে হয়েছেন তাহসান-মিথিলা। সৌজন্য়ে নতুন ওয়েব সিরিজ 'বাজি'। আরিফুর রহমানের পরিচালনায় সাত পর্বের এই ওয়েব সিরিজে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন তাহসান রহমান খান। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। তবে তাঁদের এই দুই চরিত্র আবারও প্রেমে পড়বে কিনা, তা ক্রমশ প্রকাশ্য।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও বিচ্ছেদ হলেও কোনওদিনই একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায়নি তাহসান-মিথিলাকে। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। মূলত মেয়ে আইয়ার দৌলতেই যোগাযোগ রয়েছে তাঁদের। মায়ের কাছে বড় হলেও, মাঝে মধ্যেই বাবা তাহসানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আইরাকে। তবে বাংলাদেশের সিনেপ্রেমীদের অনেকেই ধরে নিয়েছিলেন, তাহসান-মিথিলাকে আর কখনও একসঙ্গে পর্দায় দেখা যাবে না। তবে সেই জল্পনা মিথ্যে করে আরও একবার একসঙ্গে কাজ করতে চলছেন এই পুরনো, জনপ্রিয় জুটি।