বলিউডের ‘রাজপুত্র’ বললেও ভুল হয় না সইফ আলি খান ও করিনা কাপুরের ছেলে তৈমুরকে। সেই জন্মের পর থেকেই তারকা তকমা পেয়ে গিয়েছে এই খুদে। বাড়ির লোকেরা ভালোবেসে ডাকে ‘টিম’। আর এই খুদেরই জন্মদিনের পার্টি ছিল শুক্রবার। সাইফিনা তাদের প্রথম সন্তানের জন্য যে বার্থ ডে পার্টি রেখেছিলেন, তা ছিল স্পোর্টস থিমের।
জন্মদিন উদযাপনের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখতে পাওয়া গেল তৈমুর আর তার বন্ধুরা একেবারে চুটিয়ে উপভোগ করছে মজার মজার গেম। এমনকী তাতে সামিল হয়েছেন সইফ ও করিনাও। পার্টিতে দেখা গেল করণ জোহরের ছেলে যশ জোহরকেও। এসেছিলেন সাবা আলি খানও।
শুক্রবার সইফ-করিনার বাড়িতে আসতে দেখা যায় ননদ সোহা আলি খান ও ননদাই কুণাল খেমুকেও। দুজনেই ছিলেন বেশ উত্তেজিত। সাইফ এবং করিনা ১৬ অক্টোবর, ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে দুজনে এলওসি কারগিল (২০০৩) এবং ওমকারা (২০০৬)-সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। টশন-এর শুটিংয়ের সময় তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন। এবং তাদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে তাঁদের কোলে আসে তৈমুর। আর ২০২১ সালে জন্ম হয় ছোট ছেলে জেহ-র।
আরও পড়ুন: অমর সঙ্গীতে সতীন কাঁটা! নীলের জীবনে নতুন নারী, আসছে নামি নায়িকা, চাপে শ্যামৌপ্তি

পার্টিতে সকল খুদেদের জন্য বিশেষ রিটার্ন গিফটের আয়োজন করেছিলন বেবো। যা তিনি নিজেই শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। স্পোর্টস থিমের জন্মদিন যখন, রিটার্ন গিফটও খানিক সেরকমই। ব্যাগের গায়ে লেখা নাম, সঙ্গে জার্সি নম্বর। ছেলেদের জন্য থিম নীল, আর মেয়েদের পিঙ্ক। একটা কার্ড লেখা রয়েছে, ‘আসার জন্য ধন্যবাদ… টিম’। যদিও সেই রিটার্ন গিফটে ঠিক কী কী রয়েছে তা পরিষ্কার নয়। তবে একটি স্কুল ব্যাগের আভাস মিলেছে।
আরও পড়ুন: পুষ্পা ২ দেখাতে অস্বীকার প্রেমিকের, বারাণসীতে আত্মহত্যর চেষ্টা প্রেমিকার, তদন্তে পুলিশ
পার্টিতে ছিল সুপাহিরো-রাও, থুরি আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার পোশাক পরা পারফরমার-রা। আর যাদের সঙ্গে চুটিয়ে মস্তি করে খুদেরা। বরাবরই ছেলেদের জন্মদিন এরকমভাবেই আয়োজন করে আসেন বেবো। মাতৃত্ব নিয়ে বরাবরই উচ্ছ্বসিত থাকেন অভিনেত্রী। এবারেও প্ল্যানিংয়ে তাই দশে দশ দিতেই হয় তাঁকে।