বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: 'ক্যামেরা বন্ধ করো', পাপারাৎজিদের জোর বকুনি দিল তৈমুর, ‘বদমেজাজি’ বলল নেটপাড়া

Viral Video: 'ক্যামেরা বন্ধ করো', পাপারাৎজিদের জোর বকুনি দিল তৈমুর, ‘বদমেজাজি’ বলল নেটপাড়া

তৈমুরের কীর্তি

ছোট্ট ভাইকে এখন থেকেই আগলে রাখছে তৈমুর। ছবি শিকারিরা ভাইয়ের ছবি তুলবে তা না-পসন্দ দাদা তৈমুরের। দৌড়ে এসে ক্যামেরা বন্ধ করবার নির্দেশ ছিল সে।

সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ফেবারিট স্টারকিড সে। সইফিনার বড় ছেলে জন্মের পর থেকেই ইন্টারনেট সেনসেশন। ছবি শিকারিদের আবদারে হামেশাই সাড়া দেয় সে। ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায়। তবে বছরখানেক আগে পদন্নোতি হয়েছে তৈমুরের। এখন সে দায়িত্বশীল দাদা। তাই ভাইয়ের সবরকম সুযোগসুবিধা সবচেয়ে আগে থাকে তৈমুরের। আজ ক্যামেরার সামনেই ভাইকে আগলাতে দেখা গেল তৈমুরকে।

এদিন পাপারাৎজিরা প্রতিদিনের মতো জড়ো হয়েছিল সইফিনার বাড়ির সামনে। সেখানে তৈমুরকে ছবি শিকারিদের উদ্দেশে বলতে শোনা গেল, ‘বন্ধ করো দাদা, বন্ধ করে দাও। ওটাকে (ক্যামেরা) বন্ধ করো’। এরপরই ছেলেকে সামাল দিতে এগিয়ে আসেন করিনা। এবং একপ্রকার টেনে হিঁচড়ে তৈমুরকে ভিতরে নিয়ে যান।

এদিন আসলে বাড়ির সামনে খেলার গাড়ি চড়ে ঘুরছিল জেহ। সঙ্গে ছিল তাঁর পরিচারিকা। তৈমুরের ন্যানিকেও দেখা গিয়েছে এই ভিডিয়োতে। করিনাকেও সাদা শার্ট আর নীল প্যান্টে হেঁটে আসতে দেখা যায়। বোঝাই যাচ্ছে, জেহ-র কোনও অসুবিধা হোক তেমনটা চায়নি তৈমুর। তাই ক্যামেরা বন্ধ করবার কথা বলে সে।

এদিন সাদা-কমলা স্ট্রাইপ টি-শার্টে আর কমলা রঙের শর্ট প্যান্টে ধরা দিল তৈমুর। তৈমুরের ভিডিয়ো ক্লিপ দেখে অনেকেই আক্রমণ করেছে। তৈমুরের ‘নখরা’ এর আগেও বেশ কিছুবার সামনে এসেছে। কখনও পাপারাৎজিদের ছবি না তুলতে বলা চিৎকার করে, কখনও ন্যানির সাথে খারাপ ব্যবহার, কখনও প্রকাশ্যেই সইফকে ঘুষি মেরেছে। কেউ কেউ লেখেন, ‘ছেলেটা বড্ড বদমেজাজি’। কেউ আবার লিখেছেন, করিনা ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। অনেকে আবার তৈমুরের প্রশংসাও করেছে। তাদের কথায়, ‘মিডিয়ার বাড়াবাড়িটা এই ছোট্ট বাচ্চাটাও বুঝতে পেরেছে। দাদা হিসাবে একদম উচিত কাজ করেছে টিম’। 

তৈমুরের সঙ্গে পাপারাতজিদের কথোপকথন অবশ্য নতুন নয়। এর আগেও কখনও ছবি তুলতে বারণ করে ‘নট অ্যালাউড' বলে চিত্কার করে উঠেছে সে, কখনও আবার নিজে থাকতেই মাস্ক খুলে দাঁড়িয়ে পোজ দিয়েছে। ছোট থেকেই ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি এই খুদে তারকা।

২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছিলেন করিনা, অন্যদিকে গত বছর ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরের জন্ম দেন বেবো। দুই পুত্রকে নিয়ে এখন জমাটি সংসার সইফিনার। 

বন্ধ করুন