বাংলা নিউজ > বায়োস্কোপ > অভিনয় দর্পণে অমলিন তাপসের কীর্তি, বিতর্কে জর্জরিত রাজনৈতিক পথ

অভিনয় দর্পণে অমলিন তাপসের কীর্তি, বিতর্কে জর্জরিত রাজনৈতিক পথ

৬১ বছর বয়সে থেমে গেল তাপস পালের সফর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু (সৌজন্যে-ফেসবুক ও রাজশ্রী বাংলা)

বাংলা ছবির দুনিয়ায় তাঁর সঠিক কীর্তির পরিমাপ হয়নি। এমনটা মনেপ্রাণে বিশ্বাস করেন অনেকেই। তবে উত্তম-পরবর্তী বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্বল নক্ষত্র তাপস পাল।

মাত্র ২২ বছর বয়সে পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে রুপোলি দুনিয়ায় প্রবেশ করেছিলেন তাপস পাল। প্রথম ছবি ‘দাদার কীর্তি’। বাংলা ছবির জগতের এক মাইলস্টোন এই ছবি। দাদার কীর্তিই রাতারাতি সুপারস্টার বানিয়েছিল তাপস পালকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর চন্দনগরে জন্ম তাপস পালের। হুগলির মহসিন কলেজ থেকে বায়ো সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন। ছোট থেকেই অভিনয়ের প্রতি টান ছিল তাপসের। কলেজে পড়ার সময় পরিচালক তরুণ মজুমদারের জহুরির চোখ হীরে চিনতে ভুল করেনি। তাই বছর ২১-এর আনকোরা নবীনকেই দাদার কীর্তির নায়ক কেদারের চরিত্রে বেছে নিয়েছিলেন।

এর পর ধারাবাহিক ভাবে বহু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাপস পাল। ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘উত্তরা’ ছবিগুলি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। ১৯৮১ সালে 'সাহেব' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল।

দেবশ্রী রায়-তাপস পাল জুটি বাংলা ছবির বক্স অফিসে অনেক নজির গড়েছে। ১৯৮৫ সালে ভালোবাসা ভালোবাসা ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এরপর অর্পণ (১৯৮৭), সুরের সাথী (১৯৮৮), সুরের আকাশে (১৯৮৯), চোখের আলোয় (১৮৮৯), মায়াবিনীর (১৯৯২) মতো অসংখ্য ছবিতে একসঙ্গে দেখা মিলেছে তাপস-দেবশ্রী জুটির।

ভালোবাসা ভালোবাসা ছবিতে দেবশ্রী-তাপস পাল (সৌজন্যে-অ্যাঞ্জেল বাংলা)
ভালোবাসা ভালোবাসা ছবিতে দেবশ্রী-তাপস পাল (সৌজন্যে-অ্যাঞ্জেল বাংলা)

তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবির নায়ক হিসেবে দর্শকমনে তাপস পালের স্থান পাকাপাকি তৈরি হয়ে যায়। তবে তাঁর অভিনয় দক্ষতার ছাপ দেখা গিয়েছে মূলধারার বাইরেও বেশ কিছু ছবিতে। বুদ্ধদেব দাশগুপ্তর 'উত্তরা' এবং 'মন্দ মেয়ের উপাখ্যান' তাঁর অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন।

বাংলার পাশাপাশি হিন্দি ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তাপস পাল। এর মধ্যে মাধুরী দীক্ষিতের প্রথম হিন্দি ছবি ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবোধ’-এ বলিউডের নায়িকার পাশে তাঁর অভিনয় বিশেষ উল্লেখযোগ্য। তাপস পাল অভিনীত শেষ ছবি ৮.০৮-এর বনগাঁ লোকাল। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের এই ছবি মুক্তি পায় ২০১২ সালে।

অবোধ ছবিতে মাধুরী-তাপস পাল (সৌজন্যে-রেট্রো বলিউড)
অবোধ ছবিতে মাধুরী-তাপস পাল (সৌজন্যে-রেট্রো বলিউড)

অভিনয় জীবনের মাঝামাঝি পৌঁছে রাজনীতির প্রতি আকৃষ্ট হন বাংলা ছবির সফল নায়ক তাপস পাল। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন। তবে তাঁর রাজনৈতিক কেরিয়ার বিশেষ সুমধুর ছিল, এমন বলা যাবে না। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রচারে নেমে তাপস পালের বেফাঁস মন্তব্য ঘিরে কম সমালোচনা হয়নি। নিজেকে ‘চন্দননগরের মাল’ বলে উল্লেখ করে, বিরোধী সমর্থকদের ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার মতো তাপসের মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়ে দেয়। তবে এর পরেও তাঁর রাজনৈতিক জীবনে বিতর্ক থামেনি।

২০১৫ সালে সল্টলেকে সিবিআই দফতরে তাপস পাল (ছবি-হিন্দুস্তান টাইমস আর্কাইভস)
২০১৫ সালে সল্টলেকে সিবিআই দফতরে তাপস পাল (ছবি-হিন্দুস্তান টাইমস আর্কাইভস)


২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে নাম জড়ায় অভিনেতার। সেই বছর ডিসেম্বর মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তাপস পাল। ভুবনেশ্বরে দীর্ঘ ১৩ মাস হাজতবাস করতে হয়। সিনেমায় গগনচুম্বী কেরিয়ার ততদিনে অস্তাচলে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে মুক্তি পান তাপস।

এরপর থেকেই ভেঙে পড়ে তাঁর শরীর। কিডনি এবং স্নায়ুজনিত সমস্যায শরীরে থাবা বসায়। তারই জেরে মঙ্গলবার কাকভোরে৬১ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান হল বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতার।

তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। তাঁর দীর্ঘ দিনের সহকর্মী দেবশ্রী রায় কান্নাভেজা গলায় জানালেন, ‘কিছু বলার নেই। ভাবতেই পারছি না..।অকালে চলে গেল। আমার পরিবারের মতো ছিল।'

তাঁর একাধিক ছবির পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের মতে, তাপস পালের কাজের দাম দিতে পারেনি বাংলা চলচ্চিত্র জগত। উত্তরা ছবির পরিচালকের কথায়, ‘ওঁর মতো ভার্সাটাইল অভিনেতা বাংলা ছবির দুনিয়ায় কম এসেছেন। ওঁর অভিনয়ের যথার্থ মূল্যায়ন হয়নি। জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল তাপস পালের। আমি ওঁকে আজীবন অভিনেতা হিসেবেই মনে রাখতে চাই।'

বায়োস্কোপ খবর

Latest News

‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু বয়ফ্রেন্ডকে দিনে ১০০ বার ফোন, 'লাভ ব্রেন' এ আক্রান্ত প্রেমিকা! এটা আবার কী রোগ? আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন ‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার ‘‌টাকা কত লাগবে দেখে নিন’‌, টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস দ্বিতীয় বিয়ের পর মিলেছে খোঁটা! অপমান ভুলে রাতুলে মজে রূপাঞ্জনা, বউভাতের ঝলক বান্ধবীর জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় পাকিস্তানে বন্ধুকে গুলি করে খুন যুবকের ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ?

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.