কথাতেই বলে, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে জানতে, শিখতে হয়। নিজেকে ভালোবাসতে একটা ইউনিক পদ্ধতি বের করেছেন তামান্না ভাটিয়া। তবে এটা প্রথম নয়। তিনি এর আগেও বডি পজিটিভিটি নিয়ে কথা বলেছেন। এবার জানালেন তিনি নিজেকে ভালোবাসতে রোজ কী করেন?
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
আরও পড়ুন: রঞ্জিনীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফেরাতে চান মানসী! পরিবর্তে কাকে বাদ দিতে চাইলেন শো থেকে?
কী জানালেন তামান্না ভাটিয়া?
মাসুম মিনাওয়ালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে তামান্না ভাটিয়া জানিয়েছেন নিজেকে ভালোবাসতে তিনি একটি ইউনিক পদ্ধতি খুঁজে বের করেছেন। আর সেটা তিনি রোজ করেন। তামান্না বললেন, 'আমি আমার শরীরকে খুব ভালোবাসি। গোটা দিন টানা কাজ করার পর আমি রাতে ফিরে স্নান করি। এবং আমার শরীরের প্রতিটা অংশকে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগলেও, কিন্তু কেন করব না? আমি জানি আমার শরীর রোজ কত কী সহ্য করে। সেটার জন্যই আমি ধন্যবাদ জানাই। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।'
তিনি এদিন আরও জানান একটা সময় শরীর নিয়ে, তাঁকে কেমন দেখতে লাগছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। ইনস্ট্যান্ট বলিউডকে অভিনেত্রী একবার জানিয়েছিলেন যে ছোটবেলায় তাঁকে রোগা এবং ফিট বলা হতো। তখন তাঁর কাছেই সেটা সৌন্দর্যের সংজ্ঞা ছিল। এমনকি ছবিতে কেমন দেখতে লাগছে তাঁকে বা কী সেটা নিয়েও তিনি নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা বানিয়েছিলেন। কিন্তু পরে ক্রমে ক্রমে বোঝেন এগুলোর একটা সময় পর্যন্ত বাস্তবতা আছে। নিজের প্রতি ভালো লাগা তৈরি করে না এগুলো।
আজ কী রাত হিট হওয়ার পর তিনি তাঁর শরীরকে ভালোবাসতে শুরু করেছেন। বুঝেছেন তিনি যা যেমন সেভাবেই সুন্দর। সেভাবেই গ্রহণ করে তিনি ভালো আছেন।
আরও পড়ুন: ১২ লাখ পর্যন্ত দিতে হবে না আয়কর! সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস নেটবাসিন্দাদের, বইছে মিমের বন্যা
প্রসঙ্গত তামান্না ভাটিয়াকে শেষবার স্ত্রী ২ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। আগামী তাঁকে সিকান্দর কা মুকাদ্দর ছবিতে দেখা যাবে। এছাড়া ওদেলা ২ ছবিতেও দেখা যাবে তাঁকে।