তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে মক্কাল নিধি মাইয়াম যে অংশ নিচ্ছে, সে কথা আগে থেকেই জানা ছিল। এমন কী ক’টি আসনে প্রার্থী দেওয়া হবে, নিজে নির্বাচনে লড়বেন কি না, এই বিষয়গুলিও আগে থেকেই পরিষ্কার করে দিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমল হাসান। শুক্রবার শুধু কোন কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেই ঘোষণাটুকু করেন। এর আগে শোনা গিয়েছিল, তিনি চেন্নাইয়ের আলানদুর কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। তবে শুক্রবার জানা যায়, কোয়েম্বাটুরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন তিনি। এই কেন্দ্রটি এখন এডিএমকে-র দখলে রয়েছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন দীর্ঘ ন’বছর এই আসনটির দখল রেখেছিলেন।
তামিলনাড়ু আসন্ন বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১৫৪টিতে লড়বে মক্কাল নিধি মাইয়াম। তবে বাকি দুই জোটসঙ্গী এআইএসএমকে এবং আইজেকে লড়বে ৪০টি করে আসনে। গত বুধবার কমল হাসানের দল প্রথম দফায় ৭০ জনের নাম ঘোষণা করেছিল। আজ দ্বিতীয় দফার নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে কমল হাসান জানান, ‘আমার হৃদয়ের খুব কাছেরই একটি জায়গা কোয়েম্বাটুর। তবে এটা খুব দুঃখের বিষয়, এই জায়গাটি দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। এই পরিস্থিতির বদল ঘটাতে চাই আমি।’ বিধানসভা নির্বাচনে মক্কাল নিধি মাইয়ামের প্রচারের প্রধান বিষয়ই হল, দুর্নীতি দমন করা।
কমল হাসানের দলের সৌজন্যে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে আরও জমে গেল। যদিও বিজেপি এবং কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে মাত্র চার শতাংশ ভোট পেয়েছিল ক
মল হাসানের দল। এ বার তারা কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার!