ভাইরাল হওয়ার নেশায় একি কাণ্ড! নিজেই নিজের হাতে করে সন্তানের নাড়ি কাটছেন জনপ্রিয় ইউটিউবার। আবার সেই ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও! ভিডিয়ো ভাইরাল হতেই ইউটিউবার মহম্মদ ইরফানের নামে পুলিশে অভিযোগ দায়ের করল তামিল নাড়ু সরকারের স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন: কাজ করার পরও চাইতেন না ছবি মুক্তি পাক! কেরিয়ারের শুরুতে কেন এমন ভাবতেন নীনা?
কী জানা গিয়েছে?
তামিল নাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়াম জানিয়েছেন তাঁরা সেম্মেনচেরি থানায় অভিযোগ দেয়ার করেছেন ইউটিউবার মহম্মদ ইরফান এবং ওই বেসরকারি হাসপাতালের গাইনির ডাক্তারের নামে। তিনি জানিয়েছেন, 'এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। আমরা ওঁকে (ইরফান) একটা নোটিশ পাঠিয়েছি। এবং ওই ইউটিউবার এবং ডাক্তারের নামে পুলিশ কমপ্লেন করেছি।'
জাতীয় মেডিক্যাল কমিশন আইনের ধারা ৩৪ ১ এবং ২ কে ভেঙেছে তাঁদের এই কাজ। যাঁরা রাজ্য বা জাতীয় স্তরে রেজিস্টার্ড ডাক্তার নন তাঁরা এই কাজ করতে পারেন না বলেই মন্ত্রী জানিয়েছেন। যদি কেউ এই কাজ করেন তাহলে তাঁর ১ বছরের জেল পর্যন্ত হতে পারে। কিংবা ৫ লাখ পর্যন্ত জরিমানা। বা দুটোই হতে পারে।
জানা গিয়েছে তামিল নাড়ু স্বাস্থ্য দফতরের তরফে তামিল নাড়ু মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দেওয়া হয়েছে যাতে সেই চিকিৎসকদের লাইসেন্স ক্যানসেল করে দেওয়া হয় ইরফানকে নাড়ি কাটার অনুমতি দেওয়ার জন্য এবং অপারেশন থিয়েটারে থাকতে দেওয়ার জন্য। এই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সাফ সাফ জানিয়ে দিয়েছেন মহম্মদ ইরফান কোনও ভাবেই ছাড় পাবেন না কারণ তাঁর নামে পুলিশে অভিযোগ জানানো হয়ে গিয়েছে।
আরও পড়ুন: মস্তান দিয়ে শুরু, এখনও বাকিদের দিচ্ছেন টেক্কা, ২০ নট আউট স্বস্তিকা কী বার্তা দিলেন ফ্যানদের
প্রসঙ্গত মহম্মদ ইরফান তাঁর সন্তানের নাড়ি কাটার যে ভিডিয়ো পোস্ট করেছেন সেটা এখনও পর্যন্ত ১৪ লাখের বেশি ভিউজ পেয়েছে। তবে শোরগোল পড়তেই তিনি সেই ভিডিয়ো ডিলিট করে দেন ইউটউব থেকে।