জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় তা অর্জন করেছেন অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি। ছোট্ট এই মিষ্টি মেয়েটিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখে প্রথমে দর্শকরা কিছুটা আপত্তি জানালেও এখন তাঁর ফ্যান ফলোয়িং বেশ নজরকাড়া।
কুসুম সিরিয়ালে সপ্তর্ষি রায়ের বিপরীতে অভিনয় করছেন এই নায়িকা। ধারাবাহিককে আরও অভিনয় করতে দেখা যাচ্ছে অঞ্জনা বসু, আর্য দাশগুপ্ত, কুশল চক্রবর্তী, সোহিনী সরকার সহ আরও অনেককে।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী কাকতালীয়ভাবে বাড়ির সব থেকে আদরের ছেলে অর্থাৎ আয়ুষ্মানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে কুসুম। গোটা ব্যাপারটি একটি শ্যুটের অংশ হলেও মনে মনে আরিশ মানকেই নিজের স্বামী বলে ভেবে ফেলে কুসুম।
সিঁদুর তুলতে অস্বীকার করে সে, মনে প্রানে সেবা করতে শুরু করে ‘মেনে নেওয়া’ স্বামীকে। যদিও এই ব্যাপারটি সম্পর্কে একেবারেই অবগত নয় ইন্দ্রানী। আগামী দিনে যখন সব সত্যি সামনে আসবে, তখন ঠিক কি হবে তা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।
তবে এবার যা জানা গেল, তা কিন্তু বেশ আনন্দদায়ক একটি খবর। প্রথম ধারাবাহিকে সাফল্যের পর এবার সোজা বলিউডে পাড়িয়ে দিতে চলেছে সকলের আদরের ‘কুসুম’। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর আসন্ন ছবির নাম।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এটা অসাধারণ অভিজ্ঞতা হল সকলের সঙ্গে কাজ করে। আমার প্রথম হিন্দি ছবি তুম অর ম্যায়।’ পোষ্টের মাধ্যমে আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে, সকলের থেকে ছোট হওয়ার সুবাদে শ্যুটিং ফ্লোরে সকলের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
তবে একটি ছবি দেখে চোখ আটকে যায়, সেটি হল অভিনেত্রী তনুজার সঙ্গে তনিষ্ঠার ছবি শেয়ার করা। বোঝাই যাচ্ছে, বহুদিন বাদে আবার একটি অনবদ্য চরিত্র নিয়ে সিনেমায় ফিরতে চলেছেন প্রবীণ এই অভিনেত্রী।
তনিষ্কার এই পোস্ট দেখে অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। একজন লেখেন, ‘খুব ভালো করে কাজ করো।’ অন্য একজন লেখেন, ‘এই ভাবেই সাফল্য পাও তুমি এটাই কামনা করি।’ তৃতীয় একজন কমেন্ট করে লিখেছেন, ‘কুসুম দিদি তোমার সিরিয়ালটা আমার খুব ভালো লাগে।’