শনিবার ছিল অজয় দেবগনের সিংহাম এগেইনের স্ক্রিনিং। যাতে উপস্থিত থাকতে দেখা গেল তাঁর পরিবারকে। প্রবীণ অভিনেত্রী এবং কাজলের মা তনুজাকেও তানিশা মুখার্জির সঙ্গে দেখা গিয়েছে। দুজনকেই ছিলেন ক্যাজুয়াল লুকে। তবে তনুজা শরীর ভালো না থাকায়, পাপারাজ্জিদের জন্য পোজ দিতে অস্বীকার করেন। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ইনস্ট্যান্ট বলিউডের শেয়ার করা ভিডিয়োটিতে আমরা দেখতে পাচ্ছি, তনুজা তাঁর মেয়ে তনিশার সাহায্য নিয়ে হাঁটছিলেন। পাপারাজ্জিরা তাঁকে পোজ দিতে বললে, তিনি প্রত্যাখ্যান করেন যে, তিনি ভালো নেই। তাই সরাসরি ভিতরে চলে যান। তাঁকে সাহায্য করতে দেখা গিয়েছে তানিশাকে। কাজলের সঙ্গে তার ছেলে যুগকে দেখা যায় এদিন। পরে স্ক্রিনিংয়ের জন্য আসেন তাঁদের মেয়ে নিসা। এমনকী তিনি পাপারাজ্জিদের শুভ দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন। খবর, খুব জলদি বলিউডে পা রাখবেন কাজল-অজয় কন্যাও।
আরও পড়ুন: তথ্যের গরমিল কেবিসি-তে! অমিতাভের করা প্রশ্নে ভুল নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে সিংঘম এগেইন। রোহিত শেট্টি ও অজয় দেবগনের জলওয়া ফুটে উঠেছে এই কপ ড্রামায়। আয়ের দিক থেকে কিন্তু সামান্য হলেও ভুল ভুলাইয়ার থেকে এগিয়ে রয়েছে এই সিনেমাটি। শুক্রবার খাতা খোলে সিঁগম এগেইন ৪৩.৫ কোটি দিয়ে। আর দ্বিতীয় দিনে আয় হয় ৪১.৫০ কোটি। আর এই দু দিনের আয় মিলিয়ে ভারতের বাজারে ছবির আয় হল ৮৫ কোটি। বলে রাখা ভালো, বিশ্ববাজারের হিসেবে সিনেমা ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখে ফেলেছে।
আরও পড়ুন: ‘ভাইয়ের কপালে দিলাম…’! ভাষাই বদলে দিলেন মমতা, ভাতৃদ্বিতীয়ায় মমতার নতুন গান
সিংঘম এগেইনে কিন্তু কাজ করেছেন বলিউডের বাছাই করা তারকারা। আছেন করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ। আর হ্যাঁ প্রথমবার ভিলেন হিসেবে কাজ করেছেন অর্জুন কাপুর।
আরও পড়ুন: কার্তিকের ঝড়ে কি হাবুডুবু খাচ্ছে অজয়, নাকি উল্টোটা? ২য় দিনে কত আয় হল ভুল ভুলাইয়া ৩ আর সিংঘম এগেইনের
তনুজার এই ভিডিয়ো ভাইরাল হতেই এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘ওঁর কী হয়েছে?’ আরেকজনের মন্তব্য, ‘এখনও কত সুন্দরী। ভগবান আপনাকে ভালো রাখুক’। তৃতীয়জনের মন্তব্য, ‘তনিশা কী সুন্দর মায়ের খেয়াল রাখছে। দুর্দান্ত।’ চতুর্থজন লিখলেন, ‘আপনি ভালো থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করব। আমার প্রিয় হিরোইন ছোটবেলার ক্রাশ।’