সম্প্রতি শেষ হয়েছে ‘কথা’ ধারাবাহিকটি। কলাকুশলীদের চোখের জলে শেষ হয় স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক। এই ধারাবাহিকে মিষ্টি ঠাম্মির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তনুকা চট্টোপাধ্যায়। কিন্তু এবার একেবারে অন্যরকম একটি রূপে দেখা যাবে তাঁকে।
টিআরপি ওঠানামার যুগে এখন একটি ধারাবাহিক খুব জোর এক বছরের বেশি চলে না। খুব স্বাভাবিক ভাবেই তাই অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাওয়া যায় আবার নতুন চরিত্রে অভিনয় করতে। তাই ‘কথা’ ধারাবাহিক শেষ হতেই এবার একেবারে অন্যরকম একটি চরিত্রে ধরা দিতে চলেছেন তনুকা।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
স্টার জলসার ‘ও মন দরদিয়া’ ধারাবাহিক নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এই প্রথমবার নয়, এর আগে বহুবার ধূসর চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এবারের চরিত্র একেবারে অন্যরকম। এবারে পুরোপুরি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি।
ধারাবাহিকে রণিতা দাস যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রের ছোটবেলা পুরোপুরি পাল্টে যায় তনুকার চরিত্রের জন্য। ছোটবেলাতেই শিশু পাল্টাপাল্টি করে দেয় সে। দুটি শিশুর ভাগ্য পুরোপুরি নিজের হাতে লেখে তনুকার চরিত্র।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
এক রাজকুমারী বেড়ে ওঠে দরিদ্র পরিবারে অন্যদিকে দরিদ্রের ঘরের সন্তান বেড়ে ওঠে বড়লোক বাড়িতে। ছোটবেলাতে বড়লোক বাড়িতে বেড়ে ওঠা সন্তানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এই ভাগ্য তো অন্য কারও। কথাতেই আছে জন্ম ও মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে, তাই এক্ষেত্রেও যার যেটুকু প্রাপ্য সে সেটা ঠিক পেয়ে যাবে।
এই ধারাবাহিকে রণিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ। এই সিরিয়ালের হাত ধরেই প্রায় ১০ বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। ‘কথা’ ধারাবাহিক শেষ হতেই সেই ধারাবাহিকের স্লটেই শুরু হয়েছে নতুন ধারাবাহিকটি।
প্রসঙ্গত, ধারাবাহিকে একজন নিম্নবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে। রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা। তবে ফাহিম মুখ্য চরিত্রে নয়, করবেন পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন।