শীতের মরসুম, চড়ুইভাতি বা পিকনিকের জন্য এক্কেবারে আদর্শ। সুন্দর এই মরসুমে অনেককেই চড়ুইভাতির মজা নিতে দেখা যাচ্ছে। ঠিক যেমনটা বাড়ির ছাদেই পিকনিকের আয়োজন করেছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সেখানে জমিয়ে হল খাওয়াদাওয়া। সেই পিকনিকের এক টুকরো মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তনুশ্রী।
তনুশ্রীর শেয়ার করা এক ভিডিয়োতে এক মহিলাকে শুরুতেই মিষ্টি ও চিপসের বড় একটা থালা হাতে সিঁড়ি দিয়ে উঠতে দেখা গেল। তনুশ্রীর হাতে ছিল এক ঝুড়ি কমলালেবু। অভইনেত্রী বললেন ‘বাঙালি পিকনিক কখনওই কমলালেবু ছাড়া হয় না…।’ আরও একজন কেক, অন্যজন পাটিসাপটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন।
ভিডিয়োর পরবর্তী অংশেই দেখা যাচ্ছে, ছাদে বসেছে খাওয়াদাওয়ার আসর। একজন প্রিন্টেড টিসু নিয়ে মজা করলেন। বললেন তিনি নাকি প্রথমবার এমন টিসু দেখছেন। তিনি বললেন, ‘এটা দিয়ে ড্রেস বানানো যাবে।’ তখনই পাশ থেকে তনুশ্রীকে মজা করে বলতে শোনা গেল, ‘তুইই পরিস ড্রেসটা।’ আরেকজন বললেন, ‘উরফি জাভেদের মতো টিসু দিয়ে ড্রেস বানিয়ে দেব।’ তখন ওই যুবক বললেন, ‘তুই-ই পরিস তাহলে ওটা।’ এভাবেই চা খেতে খেতে ছাদে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল তনুশ্রী চক্রবর্তী ও তাঁর বন্ধুদের।
আরও পড়ুন-দেব ও শিবপ্রসাদের ফ্যানক্লাবের ঝগড়া, অশালীন আক্রমণ নিয়ে এবার সরব স্বস্তিকা, কী মত তাঁর?
আরও পড়ুন-বিয়ের বছর ঘোরার আগেই এসেছে সন্তান, এবার দীক্ষা নিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী, সংসার ছাড়ছেন নাকি?
তনুশ্রীর পোস্ট করা এই ভিডিয়োর নিচে বহু নেটিজেন কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘বেশ মজা হয়েছে তো।’ কারোর আবার মনে হয়েছে, ‘কী বোরিং পিকনিক’, কারোর মন্তব্য 'দারুণ তো….'। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, বহুদিন হল সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে গত বছর ‘কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’ নামে একটি ছবির শ্যুটিং সেরেছেন অভিনেত্রী। যে ছবিটি কিনা গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়ালেও জায়গা করে নিয়েছে। আবার গত বর্ষশেষ ও বর্ষবরণ উদযাপন করতে গত ডিসেম্বরেই গিয়েছিলেন মার্কিন মুলুকে। সেখানে বেশকিছুদিন কাটিয়ে সদ্য দেশে ফিরেছেন তিনি।