বিগ বস OTT ৩ শুরু হতে চলেছে শীঘ্রই। এবারের এই সিজন নিয়ে উত্তেজনা তুঙ্গে। আর হবে নাই বা কেন এটা ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। তবে এবার কাদের এই শোতে প্রতিযোগী হিসেবে দেখা যাবে? কী কী জানা যাচ্ছে শো প্রসঙ্গে?
কারা থাকতে পারেন এবার বিগ বস OTT ৩ -তে?
এতদিন কানাঘুষোয় শোনা গিয়েছে যে কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন, অনুষা ডান্ডেকর থাকবেন প্রতিযোগী হিসেবে। এবার তাঁদের সঙ্গে আরও কিছু নামও শোনা যাচ্ছে যাঁদের এবার বিগ বস OTT ৩ এ প্রতিযোগী হিসেবে দেখা গেলেও যেতে পারে।
এই বিষয়ে সূত্রের তরফে ইটাইমস জানতে পেরেছে তনুশ্রী দত্ত, উষ্মে চক্রবর্তী, অহনা দেওল, ত্রিশলা দত্ত, ভাব্য গান্ধী সহ আরও অনেকের সঙ্গে আলোচনা চলছে। এবার এই অভিনেতা, অভিনেত্রীদের নাম প্রতিযোগী হিসেবে থাকতে পারে বলে প্রকাশ্যে আসায় আরও চর্চা শুরু হবে। যদিও কাদের দেখা যাবে কাদের নয় সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
এবার বিগ বস OTT ৩ এর কন্সেপ্ট কী হবে?
এই বিষয়ে সূত্রের তরফে জানানো হয়েছে এবারের বিগ বসের OTT এর সিজন আরও বড় আকারে অনেক চমক নিয়ে আসতে চলেছে। সাবস্ক্রিপশন প্ল্যান ঢুকছে এবার। এই প্ল্যান দিয়ে টাকা বানানোর পরিকল্পনা নেই এই শোয়ের নির্মাতাদের। তবে তাঁরা ফেক ফ্যান ফলোয়িং আটকাতে চান। কোনও PR প্ল্যান এবার কোনও প্রতিযোগীকে সাহায্য করতে পারবে না বলেও তিনি দাবি করেছেন।
আরও পড়ুন: গেরোয় শাহরুখের প্রযোজনা সংস্থা! রেড চিলিজের নাম করে চলছে প্রতারণা, সচেতন করে কী লিখল?
আরও পড়ুন: নড়বড়ে স্ক্রিপ্টেই জমল না Mr & Mrs Mahi-র রসায়ন! ছয়দিনে বক্স অফিসে কত তুলল রাজকুমার-জাহ্নবীর ছবি?
অনেক সময় বিগ বসের খেলার ধরণ সোজা হয়ে যায়, এবং প্রতিযোগীরা তাঁদের আসল চেহারা বাইরে আনা থেকে নিজেদের আটকান। কিন্তু এবার এর সেটা হবে না বলে মনে করছেন তিনি। এমনকি কোনও সোশ্যাল মিডিয়া পেজ কোনও সমর্থন করতে পারবে না।
এবারের বিগ বস OTT ৩ সঞ্চালনা করবেন অনিল কাপুর। সলমন খানকে সরিয়ে তিনি এবার এই গুরুভার নিয়েছেন। একই সঙ্গে জানা গিয়েছে যখন এই শো লঞ্চ করা হবে তখন প্রতিযোগীদের এন্ট্রি পাওয়ার জন্য আগে সাবস্ক্রাইবারদের থেকে সবুজ সংকেত নিতে হবে। তাঁরা অনুমতি দিলে তবেই তাঁরা প্রবেশাধিকার পাবেন।