বাংলা নিউজ > বায়োস্কোপ > Tanushree-Nana: ১৬ বছর পুরনো ‘শারীরিক হেনস্থা’র ক্ষত আজও দগদগে, নানা পাটকরের জবাব নিয়ে ফুঁসলেন তনুশ্রী

Tanushree-Nana: ১৬ বছর পুরনো ‘শারীরিক হেনস্থা’র ক্ষত আজও দগদগে, নানা পাটকরের জবাব নিয়ে ফুঁসলেন তনুশ্রী

১৬ বছর পুরনো ‘শারীরিক হেনস্থা’র ক্ষত আজও দগদগে, নানা পাটকরকে কী বললেন তনুশ্রী?

হর্ন ওকে প্লিজ'-এর সেটে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। এরপর কেটেছে ১৬ বছর। পুরোনো ক্ষত আজও দগদগে!

কাশ্মীর থেকে কন্যাকুমারী, লাখো পুরুষের হৃদয়ে দোলা লাগিয়েছিলেন এক বাঙালি কন্যে। ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে বঙ্গতনয়া তনুশ্রী দত্তকে দেখে অনেকেই বলেছিলেন পরবর্তী ‘বিপাশা বসু’। একের পর এক ফ্লপে জর্জরিত তনুশ্রী হঠাৎ করেই শোবিজ থেকে গায়েব হয়ে যান।

২০১৮-য় যখন সমাজমাধ্যম উত্তাল হয়েছিল ‘মিটু’ আন্দোলন নিয়ে। সেই সময় নানা পাটেকরের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনেন। তনুশ্রীর অভিযোগ নিয়ে এতদিনে মুখ খুলেছেন নানা। তনুশ্রীর অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন বর্ষীয়ান অভিনেতা। সেই নিয়েই ফুঁসে উঠলেন তনুশ্রী। 

নানা পাটেকর 'প্যাথলজিক্যাল মিথ্যাবাদী' 

 ২০০৮ সালে হর্ন ওকে ছবির সেটে নানার হাতে হয়রানির শিকার হয়েছিলেন তিনি, এমনই অভিযোগ ছিল তনুশ্রীর। ঘটনা সম্পর্কে নানার ‘তাচ্ছিল্য ভরা’ প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪। তনুশ্রী বলেন , ‘এখন তিনি ভয় পেয়েছেন এবং বলিউডে তাঁর সমর্থকের সংখ্যা হ্রাস পেয়েছে। যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁরা হয় দেউলিয়া হয়ে গিয়েছেন, নয়তো তাঁকে কোণঠাসা করে ফেলেছেন। লোকেরা এখন তার কারসাজি বুঝে গেছে। ছয় বছরের পুরনো অভিযোগের জবাব! নানা পাটেকর একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী (ধারাবাহিকভাবে জেনেশুনে মিথ্যা বলেন এমন ব্যক্তি)।’ 

দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে নানাকে প্রশ্ন করা হয়েছিল, তনুশ্রীর অভিযোগ নিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন কি না। জবাবে ট্যাক্সি ৯২১১ অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, যে কারণে তিনি কখনও রাগ করেননি।

নানার জবাব

নানা বললেন, ‘আমি জানতাম পুরোটাই মিথ্যে। তাই রাগ করিনি। সবই যখন মিথ্যা, তখন আমি রাগ করব কেন? আর এ সবই জিনিসই পুরনো। এর আগেও হয়েছে। এই নিয়ে কী আর কথা বলব। সেই সময় আমি কী বলতে পারি যখন এরকম কিছু ঘটেনি? হঠাৎ কেউ বলছে তুমি এটা করেছ, তুমি ওটা করেছ। এত কিছুর কি জবাব দিতাম? আমার কি বলা উচিত ছিল, যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি যে, আমি কিছুই করিনি।’

তনুশ্রী দত্তের মি টু কাহিনী

তনুশ্রী ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ (২০০৮) ছবির সেটে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। নানা পাটকর সেই অভিযোগ অস্বীকার করেন। শুধু বিনোদন জগতই নয়, মহারাষ্ট্রের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক গোষ্ঠী নানাকে সমর্থন করেছিল, পালটা রোষের মুখে পড়েন তনুশ্রী। ছবি থেকেও বাদ পড়েন অভিনেত্রী। 

তনুশ্রী দত্তের অভিনয় জীবন 

২০০৪ সালের মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতা জিতেছিলেন। একই বছর তিনি ইকুয়েডরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে সেরা দশে স্থান পেয়েছিলেন। আদিত্য দত্তের আশিক বানায়া আপনে ছবির হাত ধরে অভিনয়ের জগতে পা দেন। তার অভিনীত সর্বশেষ হিন্দি চলচ্চিত্র ছিল অ্যাপার্টমেন্ট (২০১০)।

বলিউড থেকে বিদায় নিয়ে, তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন তনুশ্রী। আর তা শেষ হলে মার্কিন মুলুকে চাকরি করছিলেন। ২০১৮ সালেই ইউএসের গ্রিন কার্ড পেয়েছেন তনুশ্রী দত্ত। তবে বেশিদিন মন টেকেনি সেখানে। ফিরে আসেন ভারতে। ওজন ঝরিয়ে ফের শোবিজ জগতে কামব্যাকের প্রচেষ্টায় অভিনেত্রী। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ডাক্তাররা বললেন 'বৈঠক নিষ্ফলা', কিছু পরেই 'দাবি মেনে নেওয়ার' বার্তা মুখ্যসচিবের ষষ্ঠীর রাতে স্বাস্থ্য ভবনের বৈঠকে কী এমন হল যে ক্ষোভে ফুঁসছেন জুনিয়র ডাক্তাররা? ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ রতন টাটা প্রয়াত! শোকবার্তা সলমন-অনুষ্কাদের ‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য… বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.