শেষ শ্বেতা-রুবেলের বিবাহ অভিযান! দীর্ঘদিন ধরে এই কাঙ্খিত দিনের অপেক্ষায় ছিল অনুরাগীরা। রবিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন জুটি, মঙ্গলবার রীতিনীতি মেনে মিটেছে নবদম্পতির বউভাত পর্ব। বৃহস্পতিবার থেকেই শ্যুটিং ফ্লোরে ফিরছেন দুজনে। মঙ্গলবার বারাসাতে বসেছিল তারকা দম্পতির রিসেপশন। আরও পড়ুন-স্বেচ্ছায় নেননি সন্তান! বিয়ের ২৪ বছর পরে সম্পর্কটা ‘ভাইবোনের মতো’ মত লোপার, বয়সে কত ছোট জয়?
সেখানে হাজির ছিল গোটা নিম ফুলের মধুর টিম। পর্নামানে পল্লবী একটু চটজলদি নবদম্পতির সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে যান। তবে জোট বেঁধে বিয়ে বাড়ি পৌঁছায় বাবুর মা, জেঠিমারা। বিয়ের আসরে হাজির ছিলেন ‘ধ্যাষ্টামো’ জেঠু থেকে বর্তমানে বাস্তব জীবনে অন্তঃসত্ত্বা সৃজনের বৌদি মৌমিতা মানে মানসী সেনগুপ্ত। 'বড় পুঁটি' সোমুর দেখা না মিললেও পর্দার বাবার থেকে হাজির হয়েছিল ছোট্ট পুঁটি অর্থাৎ মাহি সিং।
সৌম্যি, তনুশ্রী, আরিজিতাদের হুল্লোড় এদিন ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার প্রীতিভোজের দিনে আসমানি লেহেঙ্গায় পাওয়া গেল শ্বেতাকে, ম্যাচিং শেরোয়ানি আর ধোতি প্যান্টে ঝলমলে। শ্বেতা-রুবেলের রিসেপশনের মজাদার ভিডিয়ো শেয়ার করেছেন তনুশ্রী, যিনি আসলে বরের ঘরের মাসি কনের ঘরের পিসি। কোন গোপনে মন ভেসেছে এবং নিম ফুলের মধু, দুই সিরিয়ালের নায়িকার জা-শাশুড়ির চরিত্রে অভিনয় করেন তনুশ্রী। একদিকে তিনি সৃজনের জেঠিমা, অন্যদিকে অনিকেতের জেঠিমা। তাই বিয়ে আর বউভাত দুই দিনের অনুষ্ঠানেই দেখা মিলল তাঁর।
তনুশ্রীর ভিডিয়োর শুরুতেই দেখা গেল, রুবেলের সঙ্গে মশকরা করছেন ‘ধ্যাষ্টামো জেঠু’ সুব্রত গুহ রায়। নতুন বর পর্দার মায়ের সামনেই চিৎকার করে বলছেন, ‘আজ রাতে ওয়ান টেক ওকে দেব’। রিসেপশন পার্টিতে ঢুকতেই চলল দেদার সেলফির পর্ব। আর জমিয়ে খাওয়া-দাওয়া। বিয়ের দিন দেখা মেলেনি উদয়ের। তবে ‘ন্যাড়াগোয়ালের জামাই’ এদিন পৌঁছেছিল তাঁর প্রাক্তন টিমের সঙ্গে রুবেলের রিসেপশনে।
নতুন বউয়ের সঙ্গে জমিয়ে আড্ডাও দিলেন তনুশ্রী। ‘শ্বেতা আজকে তো….’, তনুশ্রী এই কথা বলতেই লাজুক হাসি হেসে শ্বেতা বলে ফেলেন, ‘আজকে তো ফুলশয্যা’। শ্বেতার কথায় সজোরে হেসে ফেলেন তনুশ্রী। তিনি বলেন, ‘আমি তো রিসেপশন বলছিলাম, তুই সোজা ফুলশয্যায় পৌঁছে গেছিস। আর তোর বর যা বলেছে মোক্ষম, ভ্লগটা যখন ছাড়া হবে দেখবি'। তনুশ্রীর ইশারা যে রুবেলের ‘আজ রাতে ওয়ান টেক ওকে দেব’ তা বুঝতে অসুবিধা হওয়ার নয়।
আজ রাতের পর জীবনে বড় কোনও বদল আসবে না সে কথাও জানান শ্বেতা। সেই নিয়েও চলে হাসাহাসির পর্ব। বিয়ের পর বাপের বাড়ি দমদম, শ্বশুরবাড়ি বারাসত মিলিয়ে মিশিয়ে থাকবেন শ্বেতা, সে কথাও জানান।