অভিনয়ের থেকেও বেশি নিজের ' হট ' ছবির জন্য প্রায়শই চর্চায় থাকেন অভিনেত্রী তারা সুতারিয়া।সদ্য করা ফটোশুটের একটি ছবি ইনস্টাগ্রামে নিজের ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করলেন এই বলি-অভিনেত্রী। সাদা-কালো সেই ছবিতে দেখা যাচ্ছে চোখ বন্ধ করে কমনীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। মুখ ও শরীরের একাংশের ওপর এসে পড়ছে এক টুকরো আলো। তারার দাঁড়ানোর ভঙ্গিমা ও অফ শোল্ডার টি-শার্টের ফাঁকে স্পষ্ট তাঁর দেহাবয়ব।ছবির ক্যাপশনে তারা জুড়েছেন ' ফিভার ' অর্থাৎ ' জ্বর ' শব্দটি।স্বাভাবিকভাবেই ছবির কমেন্ট বক্স উপচে পড়েছে তারার ফ্যানদের প্রশসংসায়। বাদ যাননি অভিনেত্রীর বয়ফ্রেন্ড আদর জৈন-ও। মজা করে কালো রঙের হৃদয়ের ইমোজি জুড়ে তিনি লিখেছেন ' জ্বর,যেটা তুমি আমাকে দিয়েছ।' গার্লফ্রেন্ডের এই ছবি দেখে যে তিনি মজেছেন, তা নিশ্চয়ই আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, গত মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। এরপর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন তিনি। নিজের করোনামুক্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন। সঙ্গে সবাইকে করোনা থেকে বাঁচতে সতর্কবিধি মেনে চলারও অনুরোধ জানিয়েছিলেন তিনি।