ভোল বদলে এক্কেবারে অন্যলুকে। অভিনয় ছেড়ে কি হঠাৎ রান্না শেখাতে শুরু করলেন অভিনেত্রী হুমা কুরেশি! মঙ্গলবার সকাল সকাল হুমাকে এই লুকে দেখে অনেকেই চমকে গেলেন। কী আবার হল?
নাহ, হুমার এই লুক তাঁর নতুন ছবি 'তরলা'র সৌজন্যে। ছবিতে শেফ 'তরলা'র ভূমিকায় দেখা যাবে হুমাকে। মঙ্গলবার ছবির টিজার ভিডিয়ো পোস্ট করেছেন ছবির নির্মাতারা। নামী শেফ, রান্নাবান্নার বই লেখক, তরলা দালালের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি 'তরলা'। টিজারের শুরুর দিকে হুমাকে একজন সাধারণ গৃহবধূর ভূমিকায় দেখা যায়। যিনি কিনা জীবনে কিছু করতে চান। অথচ কী করবেন তাঁর ঠিক জানা নেই। রান্নার প্রতি ভালোবাসা থেকেই একসময় শেফ হিসাবে আত্মপ্রকাশ করেন তরলা, রান্না শেখাতেও শুরু করেন। এমনকি টেলিভিশনে রান্নার শোও শুরু করেন।
ছোট্ট টিজারে তরলার সঙ্গে তাঁর পরিবার ও স্বামীকেও দেখানো হয়েছে। আর উঠে এসেছে রান্না নিয়ে তরলার পথ চলা।
আরও পড়ুন-‘কাজে গিয়ে শুনলাম, আমার বাবা নাকি আমায় গুলি করেছে’, গুজব এখনও ভোলেননি মন্দাকিনী
ছবির পরিচালনা করেছেন পীযুষ গুপ্তা। ছবিটি রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নীতেশ তিওয়ারি দ্বারা সমর্থিত। গত বছর ছবিটির শুটিং শেষ করেন হুমা। ছবিটি Zee5 এ মুক্তি পাবে।
ছবির বিষয়ে কথা বলতে গিয়ে হুমা কুরেশি ২০২২-এই ফিল্মফেয়ারকে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারলা দালাল আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমার বেশ মনে পড়ে যে কীভাবে আমার মা ছোটবেলায় ওঁর রেসিপিগুলি দেখে রান্নার চেষ্টা করতেন।’
প্রসঙ্গত, তরলা দালাল ছিলেন একজন রান্নাবান্না, খাবরে নিয়ে লেখা বইয়ের লেখক, শেফ, রান্নার অনুষ্ঠানের সঞ্চালক। তাঁর রান্নার বিশেষত্ত্ব হল ভারতীয় এবং বিশেষ করে গুজরাটি খাবার। তিনি খাবারের উপর ১০০ টিরও বেশি বই লিখেছেন। যে বইয়ের কপি ১০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছএ। তিনি ২০০৭ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। রান্নার দুনিয়ায় তিনি একমাত্র ভারতীয় হিসাবে এই সম্মান পেয়েছিলেন। ২০১৩ সালে ৬ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।