বাংলা নিউজ > বায়োস্কোপ > Tarun Majumdar Demise: ফেলে আসা ভালো সময়ের রূপকার, তরুণ মজুমদারকে এভাবেই মনে রাখবে বাঙালি

Tarun Majumdar Demise: ফেলে আসা ভালো সময়ের রূপকার, তরুণ মজুমদারকে এভাবেই মনে রাখবে বাঙালি

তরুণ মজুমদার (১৯৩১-২০২২)

Tarun Majumdar Passes Away: সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক তরুণ মজুমদার। বাংলা ছবি যত দিন থাকবে, তত দিন তাঁকে মনে রাখতে বাধ্য দর্শক।

পড়াশোনা করেছিলেন রসায়ন নিয়ে। কিন্তু মৌল-যৌগের রসায়নে তাঁর মন বসেনি। বসেছিল মানব মনের রসায়নে। তাই গল্প বলাকেই পেশা এবং নেশা হিসাবে নেবেন বলে ঠিক করেছিলেন যৌবনকালেই। বাড়ি থেকে সবটা খোলা মনে মেনে নেওয়া হয়নি। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি তিনি। 

তিনি তরুণ মজুমদার। ১৯৩১ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের বগুড়ায় জন্ম। পড়াশোনা করেছেন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ এবং স্কটিশ চার্চ কলেজে। বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ছোটবেলার অনেকটাই কেটেছে গ্রামে। সেখানে গ্রামের পাঠশালা, স্কুল, গ্রামের বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশীদের সান্নিধ্য থেকেই সহজ সরল মানুষের গল্প বুঝেছিলেন তিনি। পরে সেটাই হয়ে দাঁড়ায় আর গল্প বলার কৌশল। 

১৯৫৯ সালে তরুণ মজুমদার আসেন বাংলা সিনেমার জগতে। প্রায় ৬০ বছর ছবি করে গিয়েছেন তিনি। কেমন ধরনের গল্পের প্রতি আগ্রহ ছিল তাঁর? নিজেই বলেছিলেন, তাঁর আগ্রহ আধুনিকতায়। কিন্তু সে আধুনিকতার সংজ্ঞা আলাদা, তার চেহারা আলাদা। তাঁর কাছে আধুনিকতা ছিল এক ইউনিভার্সাল ফর্ম। সেটি ধরেই মানুষের জীবনের একাল-সেকালে ঘুরে বেরিয়েছেন তিনি। 

এক সময়ে ‘যাত্রিক’ নামে এক নির্মাতা গোষ্ঠী শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন সচিন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায়। উত্তম কুমার আর সুচিত্রা সেনকে নিয়ে ‘চাওয়া পাওয়া’ ছবিটি তৈরি করেন তাঁরা। তারপরে আর বিশেষ থেমে থাকেননি তরুণবাবু। 

পর পর তৈরি করে গিয়েছেন ‘পলাতক’, ‘বালিকা বধূ’, ‘নিমন্ত্রণ’ ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘যদি জানতেম’, ‘দাদার কীর্তি’র মতো ছবি। কয়েক বছর আগেও বাংলা ছবির দর্শকদের উপহার দিয়েছেন ‘আলো’, ‘ভালোবাসার অনেক নাম’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালোবাসার বাড়ি’র মতো সিনেমা। শেষ ছবি ২০১৮ সালে। ছবির নাম ‘অধিকার’। 

বাংলা সিনেমায় শুধু একের পর এক মাইলস্টোন ছবিই উপহার দেননি তিনি, তার পাশাপাশি এমন বহু শিল্পীর কাজও শুরু হয়েছে তরুণ মজুমদারের হাত ধরে, যাঁরা পরবর্তীকালে বাংলা ছবিকে বিপুল পরিমাণে সমৃদ্ধ করেছেন। মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, তাপস পাল, দেবশ্রী রায়ের মতো শিল্পীদের হাতেখড়ি থেকে বিনোদন জগতে বড় হয়ে ওঠার পিছনে ভূমিকা থেকে গিয়েছে তরুণ মজুমদারের। 

তাঁর ছবি মানেই এমন এক সময়ের কথা, যা বাঙালির ভালো সময়, বাঙালির গৌরবের সময়, বাঙালির সহজ-সরল সময়ের কথা বলে যায়। তাঁর ছবি হাত ধরে নিয়ে গিয়ে দাঁড় করায় এমন এক সময়ের সামনে যে সময়ের কথা ভাবলেই মনে হয়, দিনগুলো বড় সহজে রঙিন হত তখন। এমনই ফেলে আসা ভালো সময়ের রূপকার হিসাবে তরুণ মজুমদারকে মনে রাখবে বাঙালি।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

প্লাস্টিকে মুড়ে চলন্ত গাড়ি থেকে ঝুলছেন! ভাইরাল হতে গিয়ে নেটিজেনদের রোষে ব্যক্তি পুরো নতুন করে নিয়োগ করবে SSC, এল ব্যাখ্যা, যোগ্য প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন? বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব গরমের কষ্টটা একটু কমাতে চান? এই খাবারগুলি খেলে শরীর ভিতর থেকে ঠান্ডা হবে জাল অ্যাপে ট্রেড করছেন! ব্যাংকের এই ভুয়ো অ্যাপটি ডাউনলোড করে ফেলেননি তো? কমেডিয়ান তন্ময় ভাটের সম্পত্তির পরিমাণ ৬৬৫ কোটি! দাবি বিদেশী সংবাদমাধ্যমের সাফল্য মাথা ঘুরিয়ে দেয়, প্রেমিকা তাহিরার সঙ্গে সম্পর্ক ভাঙেন আয়ুষ্মান! তারপর… হনুমান জয়ন্তী থেকেই দিন বদলাবে, ৩ রাশির অর্থনৈতিক পরিস্থিতি হবে শক্তিশালী 'সবটা কি আমি করি?', ‘পুরুলিয়ায় চাকরি বিক্রি গদ্দারের', SSC দুর্নীতিতে বললেন মমতা সেবক-রংপো লাইনের কাজ শেষ হতে কত দেরি? সিকিমে প্যাসেঞ্জার ট্রেন কবে? বলল রেল

Latest IPL News

বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.