বাংলা নিউজ > বায়োস্কোপ > Tarun Majumder: শেষ ‘চাওয়া পাওয়া’, 'শেষ যাত্রায় মানুষের ঢল চাই না', বলে গেছেন তরুণ মজুমদার

Tarun Majumder: শেষ ‘চাওয়া পাওয়া’, 'শেষ যাত্রায় মানুষের ঢল চাই না', বলে গেছেন তরুণ মজুমদার

প্রয়াত তরুণ মজুমদার

‘যখন পড়বে না মোর পায়ে চিহ্ন এই বাটে, তখন নাই বা মনে রাখলে…’, নিভল ‘আলো’, শেষ হল তাঁর জীবনের ‘চাওয়া পাওয়া’! চলে গেল ভারতীয় সিনেমার অন্যতম মহীরূহ তরুণ মজুমদার। 

গত মাসের ১৪ তারিখ কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। এরপর দুটি ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। মাঝে একটু সুস্থ হয়েছিলেন তবে আচমকাই শনিবার রাত থেকে বিগড়ে যায় স্বাস্থ্য। ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। সোমবার বেলা ১১.১৭ মিনিটে ‘ভালোবাসার বাড়ি’ ছেড়ে চলে গেলেন তরুণ মজুমদার। শেষ হল সব  তাঁর ‘চাওয়া-পাওয়া’।

রসায়নের ছাত্র ছিলেন তবে ছবির প্রতি আকর্ষণ ছিল ছোট থেকেই। পূর্ববঙ্গের এক মফস্সল শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান চেনা ছকের বাইরে হেঁটে সিনেমাওয়ালা হতে চেয়েছিলেন। সাফল্যও পেয়েছেন। ১৯৫৯ সালে শচীন এবং দিলীপের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করলেন ‘যাত্রিক’। এই ত্রয়ীর প্রথম ছবি ‘চাওয়া পাওয়া’। তিন নম্বর ছবিতে ‘কাঁচের স্বর্গ’তেই ছক ভেঙেছেন। জাতীয় পুরস্কার পেয়েছেন তরুণ মজুমদার। 

১৯৫৯ সালে ছবির জগতে পা রাখা মানুষটি কাজ করেছেন শেষজীবন পর্যন্ত। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তরুণ মজুমদার পরিচালিত ‘ভালোবাসার বাড়ি’। কদিন আগেও নতুন তথ্যচিত্রের রেকির কাজ সেরেছিলেন। ছবির ভাবনা কোনওদিন তাঁকে ছেড়ে যায়নি। জীবনে অজস্র পুরস্কার পেয়েছেন। ভারত সরকার তাঁকে 'পদ্মশ্রী' সম্মান দিয়েছে। অসংখ্য বার এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তরুণ মজুমদারের সেরা পুরস্কার অগুণতি বাঙালির অফুরন্ত ভালোবাসা। তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। 

'শেষযাত্রায় অসংখ্য মানুষের ঢল চাই না', পরিবারকে বলে গেছেন তরুণ মজুমদার। কোনও বিরাট আয়োজনে নয়, নিঃশব্দেই ‘ভালোবাসার বাড়ি’ ছাড়তে চাওয়ার আবেদন রেখে গেছেন তরুণ মজুমদার, এমনটাই জানিয়েছেন পরিচালকের দীর্ঘদিনের বন্ধু কান্তি গঙ্গোপাধ্যায়। 

তাঁর শেষকৃত্য নিয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি পরিবারের তরফে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের সঙ্গে কথা বলেই তরুণ মজুমদারে শেষসফরের যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

LIVE: চালান দেবে রাজ্য? কাজে না ফেরা নিয়ে কী বলবেন ডাক্তাররা? এখন সুপ্রিম শুনানি কেমন ছিল বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা? কী বললেন সরফরাজ খান? মমতার অস্বস্তি বাড়িয়ে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর 'জ্যোতি বসুর পর পরিপক্ক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়',মত জীতুর, নেটপাড়া বলছে. বাংলাদেশকে ২০০ একর জমি 'ফেরাতে' পারে ভারত, দাবি রিপোর্টে দেননি শোকজের জবাব, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করার পথে রাজ্য মেডিক্যাল কাউন্সিল RG করের 'জাস্টিস'-র মিছিলে পরিচয়! তরুণীকে 'গণধর্ষণ' ২ যুবকের, বামেদের তোপ TMC-র 'CM-র চিকিৎসক বলে…', মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, চুপ থাকতে নির্যাতিতার বোনকে ২০ টাকা দিল অভিযুক্ত বুমরাহকে খেলতে পারছেন না, নেট বোলারদেরও সামনেও ব্যর্থ! হতাশ যশস্বীর পাশে কোহলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.