তরুণ মজুমদারের অগুণতি অনুরাগীর জন্য স্বস্তির খবর। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কিংবদন্তি পরিচালক। আচ্ছন্নভাব অনেকটাই কেটেছে তাঁর, ডাকলে সাড়া দিচ্ছেন নবতিপর পরিচালক। খুলে দেওয়া হয়েছে রাইলস টিউব, খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। মঙ্গলবার বিকেলে তরুণ মজুমদারের এমআরআই করা হয়েছে বলেও খবর।
টানা ১০ দিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণ মজুমদার। কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, পরে হার্ট ও ফুসফুসের সমস্যা ধরা পড়ে। গত দু-দশকেরও বেশি সময় ধরেই কিডনির সমস্যা রয়েছে তরুণ মজুমদারের। সম্প্রতি তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমে গিয়েছিল। আচ্ছন্নভাব কাটছিল না তাঁর, যা চিন্তা বাড়িয়েছিল চিকিৎসদের। স্টেরয়েড দিয়ে কেটেছে আচ্ছন্নভাব, এর পার্শ্ব প্রতিক্রিয়ায় যেন নার্ভের কোনও ক্ষতি না হয় তা খেয়াল রাখছেন নিউরোলজিস্ট।
জানা গিয়েছে, গলায় ব্যথার জেরে কথা বলতে পারছেন না পরিচালক। তবে লিখে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছেন। এখন অনেকটাই স্থিতিশীল তরুণ মজুমদার। তবে রয়েছেন সিসিইউ-তেই। তাঁকে এখনই উডবার্নে দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকরা।
বিপদ পুরোপুরি কেটে গিয়েছে তেমনটা নয়, কিডনির সমস্যা রয়েছে তরুণ মজুমদারের। বয়সজনিত কারণে ক্রিয়েটিনিনের মাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা সম্ভবপর নয়। তবে সঙ্কটজনক পরিস্থিতি অনেকটাই কেটেছে।
‘দাদার কীর্তি’র স্রষ্টার চিকিৎসার দায়িত্বে রয়েছেন চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের মতো বিশিষ্ট চিকিৎসকরা।