বাংলা নিউজ > বায়োস্কোপ > Tarun Majumder Health Update: টানা ১০ দিন হাসপাতালে, কেমন আছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার?

Tarun Majumder Health Update: টানা ১০ দিন হাসপাতালে, কেমন আছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার?

তরুণ মজুমদার (ফাইল ছবি)

খুলে দেওয়া হয়েছে রাইলস টিউব, কেটেছে আচ্ছন্নভাব। আগের চেয়ে ভালো রয়েছেন তরুণ মজুমদার। 

তরুণ মজুমদারের অগুণতি অনুরাগীর জন্য স্বস্তির খবর। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কিংবদন্তি পরিচালক। আচ্ছন্নভাব অনেকটাই কেটেছে তাঁর, ডাকলে সাড়া দিচ্ছেন নবতিপর পরিচালক। খুলে দেওয়া হয়েছে রাইলস টিউব, খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। মঙ্গলবার বিকেলে তরুণ মজুমদারের এমআরআই করা হয়েছে বলেও খবর।

টানা ১০ দিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণ মজুমদার। কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, পরে হার্ট ও ফুসফুসের সমস্যা ধরা পড়ে। গত দু-দশকেরও বেশি সময় ধরেই কিডনির সমস্যা রয়েছে তরুণ মজুমদারের। সম্প্রতি তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমে গিয়েছিল। আচ্ছন্নভাব কাটছিল না তাঁর, যা চিন্তা বাড়িয়েছিল চিকিৎসদের। স্টেরয়েড দিয়ে কেটেছে আচ্ছন্নভাব, এর পার্শ্ব প্রতিক্রিয়ায় যেন নার্ভের কোনও ক্ষতি না হয় তা খেয়াল রাখছেন নিউরোলজিস্ট।

জানা গিয়েছে, গলায় ব্যথার জেরে কথা বলতে পারছেন না পরিচালক। তবে লিখে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছেন। এখন অনেকটাই স্থিতিশীল তরুণ মজুমদার। তবে রয়েছেন সিসিইউ-তেই। তাঁকে এখনই উডবার্নে দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকরা। 

বিপদ পুরোপুরি কেটে গিয়েছে তেমনটা নয়, কিডনির সমস্যা রয়েছে তরুণ মজুমদারের। বয়সজনিত কারণে ক্রিয়েটিনিনের মাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা সম্ভবপর নয়। তবে সঙ্কটজনক পরিস্থিতি অনেকটাই কেটেছে। 

‘দাদার কীর্তি’র স্রষ্টার চিকিৎসার দায়িত্বে রয়েছেন চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের মতো বিশিষ্ট চিকিৎসকরা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাক সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.