পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। আর পুজো মানেই পুজোর বিজ্ঞাপন, পুজোর গান। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পীরা তাঁদের পুজোর গান রিলিজ করেছেন। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবার তিন তিনটি পুজোর গান লিখেছেন। আর সেই তিনটি গানের একটি, ফেসবুক গেয়েছেন রূপঙ্কর বাগচী। এমনকি তাঁদের সেই গানের রেকর্ডিংয়ের একটি ছবিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আর এরপরই গায়কের উদ্দেশ্যে কটাক্ষ হেনেছে দুই বিরোধী দল সিপিএম এবং বিজেপি। বিজেপির মুখপাত্র তথা রাজ্য বিজেপির উপসভাপতি তরুণজ্যোতি তিওয়ারি তো রীতিমত কটাক্ষ শানালেন গায়কের উদ্দেশ্যে।
আরও পড়ুন: সোমবার সকলেই রটে ভুয়ো মৃত্যুর খবর, এখন কেমন আছেন মনোজ মিত্র? কী জানালেন অভিনেতার জামাই?
কী লিখলেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি?
তরুণজ্যোতি এদিন কুণাল ঘোষ এবং রূপঙ্কর বাগচীর ছবিটি পোস্ট করেন। তাতে লেখেন, 'KK KK KK, হু ইজ K ম্যান?' আর এই ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'তিনি KK কে চিনতেন না কিন্তু Kunal Kaku কে চেনেন। ভাতৃ সংঘ ক্লাব এবং তৃণমূলের আশীর্বাদ না পেলে কাজ পাওয়া যাবে না সেটা বুঝতে পেরে গেছে রূপঙ্কর বাগচী মহাশয়।। চাঁদের জন্মদিনে Vodka না খেলেও, সকাল দুপুর এবং রাতে চটির আরাধনা করতে হবে সেটা বুঝতে পেরেছেন।'
আরও পড়ুন: শৌচাগারের দেওয়ালের ফুটো দিয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
সিপিএমের শতরূপ ঘোষ কী লিখেছিলেন?
এই একই ছবি নিয়ে রূপঅঙ্করকে বিদ্রুপ করেন শতরূপ ঘোষও। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'রূপঙ্করদা আজ রাত্তিরে একবার লাইভে এসে Who is Kunal man? বলে দিন তো।'
কে কী লিখেছেন তরুণজ্যোতি তিওয়ারির পোস্টে?
অনেকেই রাজ্য বিজেপির উপসভাপতির সঙ্গে সহমত পোষণ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'চাঁদের জন্মদিনে চটি চেটেছি।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'উনি রাহুল গাঁধীকে চেনেন না ( কোন রাহুল গান্ধী ) কিন্তু উনি নীরব মোদি এদেরকে খুব ভালো ভাবেই চেনেন।' কেউ কেউ যদিও আবার উল্টে তরুণজ্যোতিকেই কটাক্ষ করেছেন।