সস্ত্রীক বিমান দুর্ঘটনায় মারা গেলেন 'টারজান' অভিনেতা
1 মিনিটে পড়ুন . Updated: 31 May 2021, 06:27 PM IST- মৃত্যুকালে জো লারার বয়স হয়েছিল ৫৮ বছর।
ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেলেন হলিউড অভিনেতা জো লারা(Joe Lara)। টারজান ছবি খ্যাত এই অভিনেতা চাটার্ড বিমানে করে যাত্রা করা সময় আকাশে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। জানা গিয়েছে, বিমানে যাত্রা করার সময় অভিনেতার সঙ্গে তাঁর ডায়েটেশিয়ান স্ত্রী সহ ৭ জন বিমানে উপস্থিত ছিল। মার্কিন শহর নেশভাইল কাছে পার্শি প্রেইস্ট হ্রদে ভেঙে পড়ে তাঁদের বিমান।
রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ ছোট্ট এই জেটটি স্মির্ণা, ফ্লোরিডার পাম বিচের টেনেসি বিমানবন্দর থেকে যাত্রা করার পথে ভেঙে পড়ে। বিমানে উপস্থিত সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় দমকল ও বিপর্যয় বাহিনী দেহ উদ্ধারের কাজ চালাচ্ছে। ২০১৮ সালে স্ত্রী গোয়েন শামলিন লারা(Gwen Shamblin Lara)কে বিয়ে করেন জো লারা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। টারজানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে।