বাংলা নিউজ > বায়োস্কোপ > Taslima on Sunil: ‘সুনীল গ্যাং’-এর কথায় পশ্চিমবঙ্গ থেকে ‘আমাকে তাড়ান বুদ্ধদেব’, এবার তসলিমার নিশানায় সুনীল গঙ্গোপাধ্যায়

Taslima on Sunil: ‘সুনীল গ্যাং’-এর কথায় পশ্চিমবঙ্গ থেকে ‘আমাকে তাড়ান বুদ্ধদেব’, এবার তসলিমার নিশানায় সুনীল গঙ্গোপাধ্যায়

‘সুনীল গ্যাং’-এর কথায় পশ্চিবঙ্গ থেকে ‘আমাকে তাড়ান বুদ্ধদেব’, এবার তসলিমার নিশানায় সুনীল গঙ্গোপাধ্যায়

Taslima on Sunil: মুসলিম ভোটব্যাঙ্কের স্বার্থে নয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্ররোচণায় তসলিমাকে পশ্চিমবঙ্গ থেকে নির্বাসিত করেন বুদ্ধদেব, বিস্ফোরক দাবি লেখিকার। 

বিতর্ক আর তসলিমা নাসরিন, এই দুটো শব্দ যেন পরস্পরের পরিপূরক। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর ফের আলোচনার কেন্দ্রে বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু বুদ্ধদেবই পশ্চিমবঙ্গ থেকে তাঁকে ‘তাড়িয়েছিলেন’, অভিযোগ লজ্জার স্রষ্টার। সেই কারণেই বুদ্ধদেবের মৃত্যুর পর চোখের জল ঝরেনি তসলিমার। কারণ একটা সময় বুদ্ধদেবের কারণে তাঁর অনেক চোখের জল ঝরেছে। 

আরও পড়ুন-‘আমার চোখের জল অনেক বছর ঝরিয়েছেন…বলতে পারছি না চিরশান্তিতে থাকুন’, বুদ্ধদেবকে নিয়ে বিস্ফোরক তসলিমা

বুদ্ধদেবের বিরুদ্ধে তসলিমার অভিযোগ বিস্তর। 'দ্বিখন্ডিত' উপন্যাসকে বেআইনিভাবে ব্যান করা থেকে, ২০০৭ সালে সাড়ে চারমাস গৃহবন্দি করে রাখা, এবং শেষমেষ বাংলা ছাড়া করা। কিন্তু শুধু বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধেই ক্ষোভ উগরে থামেননি তসলিমা। বরং তাঁর নিশানায় এবার প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। বামপন্থী লেখেক সুনীলের প্ররোচণাতেই বুদ্ধদেব তাঁকে পশ্চিমবঙ্গ থেকে ‘তাড়িয়েছিলেন’ অভিযোগ তসলিমার। 

মুসলিম ভোটব্যাঙ্ক হাতে রাখতে তসলিমার নির্বাসন, এই তত্ত্ব মানতে না-রাজ লেখিকা। নিজের পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘৯৯% মুসলমান ভোটার আমার নাম জানে না’। এরপর বিস্ফোরক দাবি তাঁর। বলেন, ‘পশ্চিমবঙ্গে আমি চমৎকার বাস করছিলাম, কট্টর মৌলবাদিরা সমস্যা করতে চাইলে প্রথমেই করতো। সাড়ে তিন বছর বাস করার পর কেন? আমি কি তাদের বিরুদ্ধে কিছু বলেছিলাম বা লিখেছিলাম তখন? না। বুদ্ধবাবু কার দাবিতে আমার বই ব্যান করেছিলেন? কোনও মুসলমান তো বলেনি ব্যান করতে? সুনীল গ্যাং বলেছিল। আমাকে রাজ্য থেকে তাড়াতে সুনীল গ্যাংই বলেছিল। এই গ্যাং-এর পরামর্শ মতো রাস্তার নাটকটা সাজানো হয়েছিল। ওই ছিঁচকে চোরের দল আমার নামও জানে না, আমার বইও পড়েনি। ভারতের মুসলমানরা দিল্লিতে তো বিশাল পরিমাণে। এত বছরেও তো কেউ টুঁ শব্দ করেনি আমার বিরুদ্ধে’।

হ্যাঁ, এখন দিল্লিতেই বাস তসলিমার। হালে তাঁর লেখা বইও প্রকাশিত হয়েছে। যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তসলিমার এই অভিযোগ নতুন নয়। ২০১২ সালে মৃত্যু হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের। এই ঘটনার তিন বছর পর, ২০১৫ সালে তসলিমা দাবি করেছিলেন, ‘আমাকে কলকাতা থেকে তাড়ানোর পেছনে কারা? এ প্রশ্নটি উঠলে কলকাতার অনেক লোক, জানি না কেন, দুটো নাম উচ্চারণ করেন, এক ইদ্রিস আলী আর দুই সঞ্জিব অথবা সন্দীপ ভুটোরিয়া। আমি আজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমাকে কলকাতা থেকে তাড়ানোর পেছনে ওই দুটো লোকের কোনো ভূমিকাই নেই। যে দুজন লোক অপকর্মটি করেছেন, তাঁরা—এক. বুদ্ধদেব ভট্টাচার্য আর দুই. সুনীল গঙ্গোপাধ্যায়।’

বায়োস্কোপ খবর

Latest News

'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.