বাংলা নিউজ > বায়োস্কোপ > Taslima Nasrin-Pori Moni: ‘স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই! সন্তান চিরদিনের’, পরীমণিকে বিশেষ উপদেশ তসলিমার

Taslima Nasrin-Pori Moni: ‘স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই! সন্তান চিরদিনের’, পরীমণিকে বিশেষ উপদেশ তসলিমার

পরীমণিকে বিশেষ উপদেশ তসলিমা নাসরিনের

পরীমণির সন্তানের নাম নিয়ে খানিক অসন্তোষ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি’।

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। গত বুধবার মা হয়েছেন তিনি। ঢাকার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের আগমনের খবর সর্বপ্রথম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা-পরিচালক থুরি নতুন বাবা শরিফুল রাজ।

মা-ছেলের মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছেন রাজ। একরত্তিকে বুকে আগলে রয়েছেন পরীমণি। সেটাই তাঁদের প্রথম দেখা। নেটমাধ্যমের পাতায় স্ত্রী-সন্তানের ভিডিয়ো শেয়ার করেছেন রাজ। সন্তানের জন্মের আগেই বরের সঙ্গে তার নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন মেয়ে হলেন নাম রাখবেন 'রানি', আর ছেলে হলে নাম রাখবেন 'রাজ্য'।

বৃহস্পতিবার সকালেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরীমণি। ছেলের মুখ দেখানোর সঙ্গেই তাঁর আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন নায়িকা। নিজেদের ইচ্ছের কথা মাথায় রেখে ছেলের নাম দিয়েছেন শাহীদ মুহাম্মদ রাজ্য।

এ দিকে নেটমাধ্যমে পরীমণি ছেলের ছবি শেয়ার করতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকের দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে আর বসে থাকবে না, তখন হয়তো সে মুখ, কয়েক মাস বা কয়েক বছর পর, দেখাবে। পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে’।

তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টের স্ক্রিনগ্র্য়াব
তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টের স্ক্রিনগ্র্য়াব

তবে অভিনেত্রীর ছেলের নাম খুব একটা মনে ধরেনি লেখিকার। সেই প্রসঙ্গে তিনি তসলিমনা লেখেন, 'তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে 'রাজ্য' নয়, ডাকনাম রাখতাম 'পরমানন্দ'। ভালো নাম 'শাহীম মুহাম্মদ' নয়, রাখতাম 'পরমানন্দ প্রাণ'।'

গিয়াস উদ্দিন সেলিমের 'গুণিন'-এ অভিনয় সূত্রে রাজের সঙ্গে পরীর আলাপ। সেই আলাপ থেকে প্রেম। তার পর বিয়ে। এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁরা। স্বামী-স্ত্রী থেকে মা-বাবায় উত্তরণ। নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত হবে তাদের জীবনের গল্প।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.