জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। গত বুধবার মা হয়েছেন তিনি। ঢাকার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের আগমনের খবর সর্বপ্রথম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা-পরিচালক থুরি নতুন বাবা শরিফুল রাজ।
মা-ছেলের মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছেন রাজ। একরত্তিকে বুকে আগলে রয়েছেন পরীমণি। সেটাই তাঁদের প্রথম দেখা। নেটমাধ্যমের পাতায় স্ত্রী-সন্তানের ভিডিয়ো শেয়ার করেছেন রাজ। সন্তানের জন্মের আগেই বরের সঙ্গে তার নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন মেয়ে হলেন নাম রাখবেন 'রানি', আর ছেলে হলে নাম রাখবেন 'রাজ্য'।
বৃহস্পতিবার সকালেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরীমণি। ছেলের মুখ দেখানোর সঙ্গেই তাঁর আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন নায়িকা। নিজেদের ইচ্ছের কথা মাথায় রেখে ছেলের নাম দিয়েছেন শাহীদ মুহাম্মদ রাজ্য।
এ দিকে নেটমাধ্যমে পরীমণি ছেলের ছবি শেয়ার করতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকের দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে আর বসে থাকবে না, তখন হয়তো সে মুখ, কয়েক মাস বা কয়েক বছর পর, দেখাবে। পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে’।
তবে অভিনেত্রীর ছেলের নাম খুব একটা মনে ধরেনি লেখিকার। সেই প্রসঙ্গে তিনি তসলিমনা লেখেন, 'তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে 'রাজ্য' নয়, ডাকনাম রাখতাম 'পরমানন্দ'। ভালো নাম 'শাহীম মুহাম্মদ' নয়, রাখতাম 'পরমানন্দ প্রাণ'।'
গিয়াস উদ্দিন সেলিমের 'গুণিন'-এ অভিনয় সূত্রে রাজের সঙ্গে পরীর আলাপ। সেই আলাপ থেকে প্রেম। তার পর বিয়ে। এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁরা। স্বামী-স্ত্রী থেকে মা-বাবায় উত্তরণ। নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত হবে তাদের জীবনের গল্প।