বাংলাদেশে যে এখন একটা অস্থির সময় চলছে সে কথা কারও অজানা নয়। কিছুদিন আগেই সেখান থেকে যে দুটো ছবি ভাইরাল হয়েছে সেখানে দুটো ছবিতেই দেখা গিয়েছে ভারতীয় পতাকা অবমাননা করা হয়েছে। তখনও প্রতিবাদে গর্জে উঠেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এবার খোদ ওপার বাংলার পতাকা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তসলিমা। কী লিখলেন?
আরও পড়ুন: 'হিন্দু-মুসলিম ব্যাপার আর নেই' ভেবেছিলেন লগ্নজিতা, 'একটু সাউথ কলকাতা ছেড়ে বেরোন এবার...', কটাক্ষ নেটপাড়ার
কী লিখলেন তসলিমা নাসরিন?
এদিন তসলিমা নাসরিন দুটো ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুটো ছবিতেই দেখা যাচ্ছে ওপার ছাত্র, যুব সম্প্রদায় সেখানকার সংগঠনের পতাকা হাতে দাঁড়িয়ে। সেই পয়াকাগুলোর মাঝে একটাই বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, তাও বাকি পতাকাগুলোর তুলনায় নিচুতে। এটাই মেনে নিতে পারেননি লজ্জা বইটির লেখিকা।
ছবিগুলো পোস্ট করে তসলিমা নাসরিন এদিন লেখেন, 'জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ। দেশের পতাকা পড়ে থাকে একা, জবুথবু, পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে।' তিনি এদিন আরও একটি পোস্টে লেখেন, 'গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকলে দেশদ্রোহিতা। জঙ্গি পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকলে দেশপ্রেম।' অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দ্রুতগতিতে ধ্বংসের দিকে।' আরেকজন লেখেন, 'একটা দেশের মানুষ কতটা খারাপ হতে পারে তার প্রতিযোগিতা চলছে।'
বাংলাদেশের BUET বিশ্ববিদ্যালয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি যেখানে দেখা যাচ্ছে পাপোষ হিসেবে সেখানে রাখা হয়েছে ভারতের পতাকা। আর সেটাকেই মাড়িয়ে যাচ্ছেন সবাই। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত, কবীর সুমন, লগ্নজিতা চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। তসলিমা নাসরিনও এই বিষয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন।
তসলিমা ভারতের পতাকার অবমাননা নিয়ে লিখেছিলেন 'বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াব না, পায়ে মাড়াব না। বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। যে মস্তিস্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিস্ক অসুস্থ মস্তিস্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।'