চলতি সপ্তাহেই হঠাৎ রটে যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে নায়িকা ঋতাভরী চক্রবর্তী আর তথাগত চট্টোপাধ্যায়ের। একসময়ে যার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ফাটাফাটি নায়িকা, তাঁর সঙ্গে আলাদা হওয়ার খবরে রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে আরও একটা খবর রটে। যা ডাক্তার তথাগতর পরিবারকে নিয়ে। টলিপাড়ায় গুঞ্জন ওঠে, ছেলের পরিবারই নাকি তথাগতর সঙ্গে ঋতাভরীর বিয়ে নিয়ে বেঁকে বসেছে। ছেলের বাবার বড় ব্যবসা। তাঁরা নায়িকার সঙ্গে তথাগতর প্রেম নাকি ভালো চোখে দেখছেন না। এদিকে সাম্প্রতিক সময়ে ঋতাভরীও বেশ ব্যস্ত, ঠিক করে সময় দিয়ে উঠতে পারছেন না। ফলত দুজনের মধ্যেও দূরত্ব বেড়েছে। বেশ কয়েকমাস হল ঋতাভরীর সঙ্গে আর দেখা যাচ্ছে না মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়কে।
বাড়ি নিয়ে গুঞ্জন উঠতে মুখ খুললেন তথাগত। এতদিনে একবারও নায়িকা-বান্ধবীর প্রচারের আলোয় আসেননি। তবে পরিবার নিয়ে কথা উঠতেই চুপ থাকতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীকে ট্যাগ করে লিখলেন লম্বা পোস্ট। তথগাত লিখেছেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমার পরিবারের মতামতের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পরিবার খোলা মনের। যেখানে আমাদের প্রত্যেকের অধিকার আছে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার। এূং আমাদের ব্যক্তিগত সম্পর্কে কেউ হস্তক্ষেপও করে না। ঋতাভরীকে আমাদের পরিবারের সকলে ভালোবাসে। আমরা শান্তিতে আমাদের ব্যক্তিগত জীবনযাপন করছি। দয়া করে আমাদের একা ছেড়ে দিন।’
আর তথাগতর এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ঋতাভরী লিখলেন, ‘‘সব সংবাদদাতাদের কাছে অনুরোধ একটু সঠিক খবর দিন আর হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। বেশি ক্লিক পাওয়ার জন্য যা ইচ্ছে লিখে দেবেন না। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এরকম ‘ভুল’ খবর লিখে দেবেন না। বারবার এমন খবর রটলে, একটা সময়ের পর মানুষের মনেও প্রশ্ন ওঠে, সত্যি কি এরকম কিছু ঘটেছে?’’
১২ মে মুক্তি পাবে ঋতাভরীর পরের সিনেমা ‘ফাটাফাটি’। উইন্ডোজের হাত ধরে আরও একটি ছক ভাঙা প্রেমের গল্প নিয়ে আসছেন নায়িকা। এই সিনেমায় এক প্লাস সাইজ মডেলের গল্প শোনাবেন তিনি। বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়।
ঋতাভরী আর তথাগতর প্রেমটা শুরু হয়েছিল ভরা লকডাউনের সময়তেই। ২০২১ সালে অস্ত্রোপচারের সময় অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। তখন শক্ত করে হাতটা ধরে রেখেছিলেন তথাগত। এরপর হঠাৎ রটে যায় তাঁদের বিয়ের খবর। অভিনেত্রী তারপর নিজেই জানান, খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। সঙ্গে জানান লিভ ইনের কথাও। তথাগতর সঙ্গে থাকার ইচ্ছেতে একটি বাড়িও কেনেন। একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন তাঁরা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)