কদিন আগেই দেবলীনা দত্ত স্পষ্ট করেছিলেন, অফিসিয়ালি এখনও তিনি তথাগত মুখোপাধ্যায়ের স্ত্রী। ছাদ আলাদা হলেও, ডিভোর্স হয়নি। এমনকী, ডিভোর্সের কাজ আগে বাড়ানোর কথা দুজনের কেউই ভাবেননি। আর এবার দুজনকে দেখা গেল পাশাপাশি, তাও আবার ম্যাচিং পোশাকে। ভিডিয়ো ভাইরাল হতেই তাতে নেমেছে মন্তব্যের ঢল।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা ধুতি পঞ্জাবি পরে যাকে বলে বাঙালি বাবু সেজেছেন তথাগত। আর দেবলীনার গায়েও সাদা শাড়ি। শিলিগুলির এই ফ্যাশন শো-তে একসঙ্গে যোগ দিয়েছিলেন তাঁরা। এর আগেও তথাগত-দেবলীনা একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন। তখন সদ্য সদ্য বিচ্ছেদ হয়েছে। মাথা ভরা সিঁদুরে এসেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: স্কুল থেকেই প্রেম, পুরনো ফোটো দিয়ে স্মৃতিচারণ ডোনার, কত ছোট তিনি সৌরভের থেকে
আরও পড়ুন: ‘হানিমুন যাচ্ছি’, সানন্দে ঘোষণা শ্রীময়ীর! পথেই বাচ্চা বউকে ‘খাবার’ খোঁটা কাঞ্চনের
দুজনে আলোচনা করে কী ম্যাচিং পোশাকে সাজলেন? তথাগত আনন্দবাজারকে জানালেন, ‘শিলিগুড়ির ওই শো-তে আমাদের বিচারক হিসেবে ডাকা হয়েছিল। আমরা একসঙ্গে অনুষ্ঠানটা দেখেছি। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দিয়েছি। নিয়ম অনুযায়ী, শেষে অতিথি বিচারকেরা মার্জার সরণিতে হাঁটেন। আমরা দুজন সেটাই করেছি। আর সাদা ধুতি পঞ্জাবি আমার বরাবরই প্রিয়। দেবলীনাও কাকতালীয়ভাবে ওইদিন সাদা শাড়ি পরে এসেছিল।’
আরও পড়ুন: মুসলিম, বয়সে ২ বছরের ছোট ছেলে বিয়ে করায় বিতর্ক! জাহিরের হাতে জুতো ধরাল সোনাক্ষী
আরও পড়ুন: মুখে ধরছেন মদের গ্লাস, নিম ফুলের মধুর কৃষ্ণা-মৌমিতা-ললিতার ভোলবদলে অবাক নেটপাড়া
কদিন আগে দেবলীনাকে বলতে শোনা গিয়েছিল, স্বামী (যেহেতু ডিভোর্স হয়নি)-কে নিয়ে কোনও রকম রাগ বা ক্ষোভ তাঁর মনে নেই। বরং, একা নিজের মতো করে ভালো আছেন। নিজেকে ভালোবাসতে শিখেছেন। শোনা যায়, ভটভটি-র নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তথাগত। যা দূরে করে তাঁকে আর দেবলীনাকে। এই নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি। বরং দেবলীনার দাবি ছিল, তথাগত যদি বলে থাকে তিনি বিবৃতির সঙ্গে প্রেম করছেন না, তাহলে সেটাই সত্যি। তবে টলিপাড়ার খবর, সহবাসে আছেন তথাগত-বিবৃতি।
তথাগত কি আর কখনো ভাববেন দেবলীনার সঙ্গে সব ঠিক করে নেওয়ার কথা? পরিচালক-অভিনেতা জানালেন, ‘পেশাগত ক্ষেত্রে এক হতেই পারে। তবে ব্যক্তিগত জীবনে এরকমই থাকব। পুরনো জীবনে ফিরে যাওয়ার ইচ্ছে আমাদের দুজনেরই আর নেই।’