ছোট পর্দায় ফিরছেন তথাগত মুখোপাধ্যায়। আর বিপরীতে অভিনেত্রী পায়েল দে। এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে। তবে এবারে এই জুটির গল্প আসছে সান বাংলায়। সেখানেই আসছে নয়া ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’।
জানা যাচ্ছে, নায়িকা চরিত্রের নাম আলো ওরফে আলোলিকা সিংহ রায়। যে 'সূর্যোদয়' পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্কের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী। সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা তাঁর নখদর্পনে। সকলকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে চলে আলো। কিন্তু সংসারের কোনও সদস্যই আলোর প্রতি নজর দেয় না। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও পায়নি। তবে জীবনের মধ্যাহ্নে এসে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় তার নিজের পরিচয় খোঁজার পালা। পারবে কি আলো নিজের স্বপ্ন পূরণ করতে, তার জবাব মিলবে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে।
আর পায়েলের স্বামীর চরিত্রে দেখা যাবে তথাগতকে। যে পারিবারিক ব্যবসায় যোগ দেয়নি। ব্যাঙ্কের উঁচু পোস্টে কর্মরত। বাড়িতে বাবা বা ভাই কারও সঙ্গেই বিশেষ সুসম্পর্ক নেই রুদ্রের। পরিবারের চাপে বিয়ে করেছিল আলোকে, স্ত্রীর সঙ্গে সম্পর্কও তলানিতে। একমাত্র বাড়িতে মেয়ে তার বড়ই প্রিয়। এমনিতে ভালো মানুষ, স্পষ্টবক্তা। কিন্তু খানিক রগচটা।
আরও পড়ুন: ‘পুলিশ তোমার ডিএ বাকি, চটি কিনে দেবো নাকি?’, লালবাজারের সামনে নির্ঘুম ডাক্তাররা
নতুন ধারাবাহিক প্রসঙ্গে তথাগত জানালেন, ‘২০২১ সালে 'দেশের মাটি' ধারাবাহিকে জুটি বেঁধে কাজ করেছিলাম আমরা। আমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়াও রয়েছে। পায়েল আমার খুব ভালো বন্ধুও। একসঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।’
আরও পড়ুন: অভিষেক চাপ দিতেই ভোল বদল কাঞ্চনের, ডাক্তার অপমানে ক্ষমা চাইলেন! যদিও বাহানা…
আর পায়েল বলেন, ‘আমার চরিত্রের নাম আলো। যে পরিবারের সবার ভালোমন্দের হিসেব রাখে। কিন্তু এই সংসারে নাগপাশে, সে বাধা পড়ে যায়। একটা সময় নিজেকেই প্রশ্ন করে, এই বাড়ির বড় বউ হয়ে থাকাটাই কি তার একমাত্র পরিচয়? এদিকে হাইক্লাস পড়াশোনা নেই, ইংরেজি ভালো পারে না বলে, সারাক্ষণ ছোট করে বাড়ির লোকেরাই। এখন প্রশ্ন, এই সবকিছুর মোকাবিলা করে আলো কি আদৌ নিজের পরিচয় গড়ে তুলতে পারবে? আলোর সফরের এই গল্পই বলবে ধারাবাহিকটা।’