চলতি বছরই মুক্তি পেয়েছে পারিয়া। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর রীতিমত হইচই ফেলে দেয় তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। নজর কাড়ে বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয়। আর এরপর থেকেই চর্চায় উঠে আসে এই ছবির সিক্যুয়েল আসবে কি? তখনই আভাস মিলেছিল যে এই ছবির সিক্যুয়েল আসবে। এবার জানা গেল হ্যাঁ, সেই চর্চা সত্যিই। নিজের জন্মদিনে সেই ইঙ্গিত দিলেন তথাগত।
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
তথাগত জন্মদিনে কী জানালেন?
৩৯ বছরে পা দিলেন তথাগত মুখোপাধ্যায়। ১৫ মে তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনে তিনি তাঁর ভক্তদের রিটার্ন গিফট হিসেবে সেই চমক দিলেন। অভিনেতা তথা পরিচালক এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যেখানে দুটো আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। আর নিচে লেখা ২০২৫। আর এখান থেকেই উসকে গিয়েছে পারিয়া ২ কি তবে আসছে? গল্প কী হবে?
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অডিশন হবে যখন জানাবেন, অংশ নিতে চাই।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, উফ! আর তর সইছে না যেন। জলদি আসুক। তৈরি হোক পারিয়ার ইউনিভার্স।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওটিটিতে কবে আসবে তথাগত বাবু?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'পারিয়া ২ তো? যাক খুশি হলাম। শীঘ্রই বাকি আপডেট দিও।'