টলিপাড়ার আদর্শ দম্পতি হিসাবে পরিচিত ছিলেন তথাগত মুখোপাধ্যায় ও দেবলীমা দত্ত। এই জুটির আলাদা হওয়ার খবর সকলেই চমকে দিয়েছিল। কাগজে-কলমে আজও স্বামী-স্ত্রী, তবে গত তিন বছর এক ছাদের তলায় থাকেন না দুজনে। হালে তথাগতর সঙ্গে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে কম চর্চা শোনা যায়নি। একসঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত থেকে একত্রে যাপনের ইঙ্গিত দিয়েছে দুজনের সোশ্যাল মিডিয়া। তবে মুখে প্রেমের কথা স্বীকার করেননি দুজনেই।
দেবলীনা-তথাগতর ৯ বছরের দাম্পত্যে ভাঙন অনেককে চমকে দিয়েছিল। কিন্তু তথাগতর জীবনে বিয়ে আগেও ভেঙেছে। দেবলীনার আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন অভিনেতা-পরিচালক। কিন্তু সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র কয়েক মাস।
অতীত আঁকড়ে বাঁচতে চান না তথাগত। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় উঠে এল অভিনেতার আত্মোপলব্ধি। মনের কথা কলমবন্দি করলেন পারিয়া পরিচালক। তথাগত লেখেন, ‘আমি কখনোই চাইনি কেউ শুধু টিঁকে যাক আমার সাথে আজীবন,আমি কখনোই চাইনি এক বুক কষ্ট নিয়ে কেউ আমার সাথে ভাল থাকার গল্প বলুক সবাইকে, আমি কখনোই চাইনি কেউ বিরক্তি নিয়ে ঘামতে ঘামতে আমার জন্য রান্না করে হাসিমুখে দাঁড়াক দরজার সামনে,আমি কখনোই চাইনি কেউ অভিমান লুকিয়ে আমার সাথে পাহাড়ের ঢালে চুপ করে বসে থাকুক।’
এখানেই শেষ নয়, তথাগত আরও লেখেন-'আমি কখনোই চাইনি কেউ আমাকে ভাল রাখার জন্য নিজের ভাল থাকাগুলো ছেড়ে দিক,সমুদ্রের দিকে তাকিয়ে বলুক এভাবেই কেটে যাক জীবন এ আমি কখনোই চাইনি,আমি কখনোই চাইনি মনখারাপের বিকেলে কেউ না কেঁদে আমার জন্য কথা বলুক,সিনেমা দেখার চোখ সরে যাক মোবাইলের কি বোর্ডে এ আমি কখনোই চাইনি, এক সমুদ্র আকাশের নিচে বসে আমার সাথে কেউ শুধুই ভাল থাকতে চাক এ আমি চাইনি।আমি চেয়েছি আমায় স্বীকার করুক....যেমনটা আমি নিজেকে স্বীকার করেছি নিজের কাছে।'
ভাঙা দাম্পত্য নিয়ে কোনওদিন সেভাবে মুখ খোলেননি তথাগত। তবে বিবৃতির সঙ্গে প্রেমের জল্পনা অস্বীকার করেছেন। সংসার ভাঙার আঘাত কতটা ক্ষত সৃষ্টি করেছে দেবলীনার মনে? সেই প্রসঙ্গে মাস কয়েক আগে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা জানিয়েছিলেন, ‘তথাগতকে ভালবাসতে গেলে আমার ওর সঙ্গে থাকার কোনও প্রয়োজন নেই।…..আমার সঙ্গে আমির ‘যাপন’ই হল আসল কথা।’ অন্য কারুর সেখানে জায়গা নেই।
সম্প্রতি ছোটপর্দায় ফিরেছেন তথাগত। সান বাংলায় পায়েল দেবের সঙ্গে জুটি বেঁধে কোন সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।