বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Vicky: ক্যাটরিনাকে নিয়ে মনোমালিন্য অতীত! ভিকিতে মুগ্ধ সলমন, বউয়ের প্রাক্তনকে কী জবাব নায়কের?

Salman-Vicky: ক্যাটরিনাকে নিয়ে মনোমালিন্য অতীত! ভিকিতে মুগ্ধ সলমন, বউয়ের প্রাক্তনকে কী জবাব নায়কের?

ক্যাটরিনাকে নিয়ে মনোমালিন্য অতীত! ভিকি কৌশলে মুগ্ধ সলমন, ভাইজান কী বললেন?

Salman-Vicky: ভিকির তৌবা তৌবা গান সোশ্যলে রীতিমতো ট্রেন্ডিং। ভিকির নাচ মুগ্ধ করল সলমনকেও। ক্যাটরিনার বরের প্রশংসা থেকে পিছপা হলেন না ভাইজান। 

 একটা সময় সলমন-ক্যাটরিনার প্রেম ছিল বি-টাউনের চর্চার বিষয়। কিন্তু পরে রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান। পরে ভেঙে যায় সেই প্রেম। সেই সময় মেন্টর সলমন পাশে ছিলেন ক্যাটের। বছর খানেকের মধ্যে বয়সে ছোট ভিকি কৌশলের গলায় মালা দেন ক্যাটরিনা। বিয়েতে আমন্ত্রণও পাননি ভাইজান। ক্যাটরিনা-সলমনের পেশাদার সম্পর্ক অবশ্য অটুট থেকেছে। আরও পড়ুন-তৃপ্তির গর্ভে যমজ সন্তানদের দুই আলাদা বাবা! পিতৃত্ব নিয়ে জোর টক্কর ভিকি-অ্যামির

টাইগার ৩-তে হালে একসঙ্গে দেখা মিলেছে দুজনের। এর মাঝেই ক্যাটরিনার বরের প্রশংসা পঞ্চমুখ সলমন। প্রাক্তন ঐশ্বর্যর স্বামী অভিষেকের সঙ্গে দারুণ সম্পর্ক ভাইজানের। ভিকির ক্ষেত্রেও সেই ট্রেন্ড বজায় রাখলেন সল্লু মিঁয়া। ভিকির আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর তৌবা তৌবা গান ট্রেন্ডিং। নেপথ্যে পাঞ্জাবি মুণ্ডা ভিকির চমকপ্রদ নাচ। সেই নাচেই মজলেন সলমন। 

সলমনকে ধন্যবাদ ভিকির

সলমন খান তার ইনস্টাগ্রামে ভিকি কাউশালের নাচের দরাজ প্রশংসা করেন। গানের ভিডিও শেয়ার করে সালমান লিখেছেন, ‘দারুণ মুভস ভিকি, গানটি দেখতে দারুণ। শুভ কামনা।’ সলমনের কাছ থেকে এহেন প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ভিকি। তিনি পালটা লেখেন, ‘সো সুইট অব ইউ সলমন স্যার!! অসংখ্য ধন্যবাদ।।। এটা আমার এবং পুরো দলের জন্য অনেক বড় প্রাপ্তি’। 

তৌবা তৌবা গানে ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরির ডান্স মুভস দেখে ফিদা নেটপাড়া। বিশেষত ভিকি, পাঞ্জাবি গানে ক্যাটরিনার বরের নাচ আগেও বহুবার ভাইরাল হয়েছে। তবে এবার যেন নিজেই ছাপিয়ে গেলেন ভিকি। 

হৃতিক রোশনও ভিকির নাচের ভিডিওর প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘ওয়েল ডান ম্যান।’ হৃতিকের প্রশংসার প্রতিক্রিয়ায়, ভিকি ইনস্টাগ্রামে তার উত্তেজনা প্রকাশ করেছেন। মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘জীবন = সফল।’

আনন্দ তিওয়ারি পরিচালিত ব্যাড নিউজের ট্রেলার মুক্তির পর থেকেই চর্চায় এই ছবি। ভিকি ও ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে এই ছবিতে দেখা যাবে অ্যামি ভির্ককে।

‘হেটেরোপ্যারেন্টাল সুপারফেকুন্ডেশন’-এর প্রেক্ষাপটে সাজানো এই ছবি। ব্যাড নিউজের ট্রেলার রীতিমতো হইচই ফেলেছে। অন্তঃসত্ত্বা তৃপ্তি জানে না তাঁর গর্ভে বেড়ে ওঠা সন্তানের বাবা কে! ডাক্তার হবু মা-কে পরামর্শ দেন, পিতৃত্ব পরীক্ষা করানোর। তৃপ্তিও হাজির পার্টনারের কাছে আবদার নিয়ে। ভিকি যখন বাবা হওয়ার আনন্দে আত্মহারা, তখন তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। জানতে পারে, তাঁর পাশাপাশি তৃপ্তি অন্য পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন।

মদ্যপ অবস্থায় অখিল (ভিকি)-এর বদলে অ্যামি ভির্কের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে সে। অগত্যা দুই সঙ্গীর সঙ্গে হবু সন্তানের ডিএনএ মিলিয়ে দেখার সিদ্ধান্ত। কিন্তু তারপর ঘটে আসল বিপত্তি। ডাক্তারি পরীক্ষা করার পরে চিকিৎসক জানান, এই সন্তানের বাবা দুজনেই! এই পরিস্থিতিতে চিকিৎসার পরিভাষায় বলা হয়, ‘হেটেরোপ্যারেন্টাল সুপারফেকুন্ডেশন’ (heteropaternal superfecundation)। তৃপ্তির গর্ভে রয়েছে যমজ সন্তান, দুজনের বাবা আলাদা। একই ঋতুচক্রে তৃপ্তির গর্ভের দুটি ডিম্বাণু নিষিক্ত হয়েছে দুজন পৃথক পুরুষের দ্বারা। সন্তানের যোগ্য বাবা হয়ে ওঠবে কে? সেই নিয়েই ধন্দে তৃপ্তি। 

এদিকে সলমনকে আগামীতে এ আর মুরুগাদোসের অ্যাকশন ছবি সিকান্দারের বিপরীতে রশ্মিকা মান্দানার বিপরীতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সত্যরাজ ও প্রতীক বব্বর।

বায়োস্কোপ খবর

Latest News

আরজি কর মামলায় কি দুটি FIR হয়েছিল? চালান কোথায়? ময়নাতদন্তে নর্থবেঙ্গল লবি! 'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…', আরজি কর কাণ্ড নিয়ে ‘আলটপকা’ মন্তব্য সৌরভ ঘরণীর চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.