বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: হার না মেনে লড়াই করার পাঠ দিয়েছে আমার করণ, শিক্ষক দিবসের শুভেচ্ছা ওকেও

Sreelekha Mitra: হার না মেনে লড়াই করার পাঠ দিয়েছে আমার করণ, শিক্ষক দিবসের শুভেচ্ছা ওকেও

শিক্ষক দিবস নিয়ে কলম ধরলেন শ্রীলেখা।

জীবনে সবার কাছ থেকেই কিছু না কিছু শিখেছি। আবার জীবনও অনেক কিছু শেখায়।

শ্রীলেখা মিত্র

একজন মানুষের জীবনে একাধিক শিক্ষক থাকেন। আমারও আছে। আসলে আমি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখি। কিন্তু আমার জীবনে আদর্শ শিক্ষক কারা যদি জানতে চাওয়া হয়, তবে চার জনের কথা বলব— আমার মা, বাবা, পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত এবং আমার করণ।

প্রথমে আসি মায়ের কথায়। ছোট থেকেই দেখেছি মা খুব শান্ত স্বভাবের। একেবারে নির্বিবাদী মানুষ। মা এতই নিরীহ ছিলেন যে মাঝেমাঝে রাগ হত! মনে হত, মানুষটা কি কখনওই নিজের জন্য আওয়াজ তুলবে না? তবে যত বয়স বেড়েছে, মাকে বুঝতে শিখেছি। আমার শান্ত মায়ের মধ্যে লুকিয়ে থাকা ধৈর্যের পাহাড়টাকে দেখতে পেয়েছি। জীবনের প্রত্যেকটি ধাপে ধৈর্য কতটা জরুরি, তা মা-ই আমাকে বুঝিয়েছেন।

মায়ের কাছ থেকে ধৈর্যের পাঠ নিলেও আমি কিন্তু আমার বাবার মতো। ওই মানুষটাকে দেখেই প্রথম জেগে উঠেছে আমার প্রতিবাদী সত্তা। আমার বাবা ছিলেন লড়াকু প্রকৃতির। মুখ বুজে অন্যায় সহ্য করেননি কখনও। প্রতিবাদ করেছেন। লড়েছেন কঠিন লড়াই। বাবা নাগরিক কমিটি করতেন। বহু মদের ঠেক বন্ধ করেছেন। পাড়ার যে সব ছেলেরা অল্প বয়সে বিপথে চলে গিয়েছিল, তাদেরও শাসন করেছেন বাবা। পড়াশোনা করে সুন্দর একটা জীবন গড়ে তোলার আগ্রহ জুগিয়েছেন তাদের। অন্যায়ের সঙ্গে আপোস করার মানসিকতা বাবার ছিল না। তাঁর সেই শিক্ষাকে আঁকড়েই বেঁচে আছি। যত দিন বাঁচব, মাথা উঁচু করে বাঁচব। গলা উঁচিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলব। কারণ যে মানুষটি আমায় গড়েছেন, তিনি শিরদাঁড়া সোজা রাখার শিক্ষা দিয়েছেন আমায়।

আমার পেশাগত জীবনে একজন অবদানের কথা না বললেই নয়। আদিত্য বিক্রম সেনগুপ্ত। আদিত্য আমার সহকর্মী। ওর পরিচালনায় ছবি করেছি। আর ওর সঙ্গে কাজ করতে গিয়েই যে কত কিছু শিখলাম! আমি মনে করি, পরিচালক হিসেবে আমার জন্ম হয়েছে সবে। ইন্ডাস্ট্রিতে তিন দশক কাটিয়েছি। এত বছর ধরে অভিনেত্রী হিসেবে মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আর আদিত্যর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি একজন পরিচালকের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। ওর বাস্তববাদী ভাবনা, খুব সূক্ষ্ণ ভাবে একটি দৃশ্যকে দেখা, সেটিকে বোঝা— এ সবই আমাকে মুগ্ধ করেছে। আসলে আমি এ রকমই একজন শিল্পীকে খুঁজছিলাম! আমার ছবি দেখার তৃতীয় নয়নটা আদিত্য খুলে দিয়েছে। পরিচালক হিসেবে যা আমাকে এগিয়ে নিয়ে যাবে।

এ বার আসি আমার করণের কথায়। ও আমার চারপেয়ে সন্তান। লকডাউনের সময় আমার ফ্ল্যাটের নীচে জন্মেছিল ও। রোজ যখন ওদের খেতে দিতে যেতাম, দেখতাম সবার শেষে আসছে করণ। ও এতটাই দুর্বল ছিল যে, বাকিদের সঙ্গে দৌড়ে পেরে উঠত না। গুটি গুটি পায়ে আসত সবার শেষে । কিন্তু গলার জোরে ঠিক নিজের ভাগের খাবারটুকু আদায় করে নিত। অতটুকু বয়সেই টিকে থাকার লড়াই লড়তে শিখেছিল ও। দুর্বল বলে দমে যায়নি। বরং নিজের সব শক্তি দিয়ে লড়ে গিয়েছে। এখন ও আমার কাছেই থাকে। ওকে ওষুধ খাওয়াতে আমায় এক প্রকার যুদ্ধ করতে হয়! স্নেহের অদৃশ্য এক সুতোয় বাঁধা পড়ে গিয়েছি আমরা। কে বলে একটা চারপেয়ে বাচ্চার থেকে কিছু শেখা যায় না? শুধু চোখ-কান একটু খোলা রাখতে হয়। জীবনে সবার কাছ থেকেই কিছু না কিছু শিখেছি। আবার জীবনও অনেক কিছু শেখায়। তাই সবার জন্যই বরাদ্দ থাকুক শিক্ষক দিবসের শুভেচ্ছা।





 

বায়োস্কোপ খবর

Latest News

লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর মমতার দেওয়া জমি পছন্দ নয়! মুর্শিদাবাদের স্কুলে দুবছর ধরে বাস ৩৫ পরিবারের DC vs GT, IPL 2024: ১০০তম ম্যাচে বড় নজির শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড ‘‌রাহুল গান্ধী কি নিজেকে কোনও মাওবাদী নেতা ভাবেন?’‌ আক্রমণ করলেন দেবেগৌড়া আসছে সারেগামাপা, কলকাতায় কবে কোথায় অডিশন হচ্ছে জেনে নিন ঝটপট

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.