সন্তানদের প্রথম পদক্ষেপ নেওয়ার সময় যেমন তাদের পাশে থাকে বাবা-মা, ঠিক একইভাবে বাবা-মায়ের শেষ পদক্ষেপের সময়ও সন্তানদের উচিত বাবা মায়ের হাত শক্ত করে ধরে থাকা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই সমীকরণ এত সহজ হয় না, বলা ভালো হয়ে ওঠে না।
পিতা মাতার সঙ্গে ছেলেমেয়েদের চিন্তাভাবনার পরিবর্তন তাদের একে অপরের থেকে দূরে করে দেয়। বয়স হয়ে গেলে বাবা-মায়েরা হয়ে যায় ছোট্ট ছেলে মেয়ের মতো, তাদের সামলাতে রীতিমতো তাদের বাবা-মা হয় উঠতে হয় ছেলেমেয়েদের।
আরও পড়ুন: হইচইতে একের পর এক রহস্য ভেদ, ‘ইন্দু’-র পর এবার আসছে ‘কালরাত্রি’-র নতুন সিজন
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বিদেশ সফর দেবের, ‘রঘু ডাকাত’ পেতে চলেছে আন্তর্জাতিক তকমা
এমনই এক বাবা এবং মেয়ের গল্প নিয়ে আসতে চলেছে ‘হাঁটি হাঁটি পা পা’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত। একজন অবাধ্য বাবা এবং লক্ষ্মীমন্ত মেয়ের মান অভিমানের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এই ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণয় দাশগুপ্ত, প্রিয়াঙ্কা পোদ্দার, অমিত কুমার দত্ত, দিব্যজ্যোতি রক্ষিত, মৌসুমী ছেত্রী, সুমিত সাহা, সৌরভ সমাদ্দার সহ আরও অনেকে।
কিন্তু বাবাকে সামলাতে সামলাতে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে মেয়ে। কাজের চাপ সঙ্গে অসুস্থ বাবা, নিজের সংসার গোছানোর বদলে যখন বাবার দায়িত্ব নিতে হয় তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে বোঝা। শেষ পর্যন্ত কি একে অপরকে বুঝবে তারা? ভালোবাসার কাছে কি হেরে যাবে অভিমান?
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
সিনেমার টিজার দেখে একদিকে যেমন বাবা মেয়ের গল্পের এই ভীষণ সুন্দর টিজার দেখে খুশি সকলে তেমন অন্যদিকে অনেকেই এই সিনেমাকে ‘পিকু’ ছবির সঙ্গে তুলনা করেছেন। দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনের ‘পিকু’ ছবিতেও ঠিক এইভাবেই এক বাবা এবং মেয়ের সুন্দর গল্প দেখানো হয়েছিল।
প্রসঙ্গত, রুক্মিণী এই বছরেই অভিনয় করেছেন রামকমল পরিচালিত ছবি ‘বিনোদিনী’ সিনেমায়। এই সিনেমায় অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই ছবি মুক্তির পর বহু মানুষ বিনোদিনী দাসীর জীবন সম্পর্কে অজানা কথা জানতে পেরেছিলেন।