পুজোর সময় বড় পর্দায় এসেছিল সৃজিত মুখোপাধ্যায় অভিনীত টেক্কা। দেবের নতুন রূপ, অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল আপামর বাঙালি। গল্পের শেষের চমক তো বিশেষ ভাবে মনে দাগ কাটার মতো। এবার সেই ছবিই আসছে ছোট পর্দায়। হ্যাঁ, এই ডিজিটাল যুগে যেখানে ছবি মুক্তি পাওয়ার পর পরই OTT মাধ্যমে চলে আসে, সেখানেই দাঁড়িয়ে এই ব্লকবাস্টার হিট আসছে টিভিতে।
আরও পড়ুন: স্বপ্নপূরণ সারেগামপার অনন্যার! জীবনের নয়া অধ্যায় শুরু করে লিখলেন, 'বিয়ের রমরমা মাঝে...'
আরও পড়ুন: জয়ার ফোন এলেই নার্ভাস হয়ে পড়েন অমিতাভ! বললেন, 'বাংলায় কথা বললে বোঝার ভান করি, কিন্তু আদতে...'
কবে কোন চ্যানেলে দেখা যাবে টেক্কা?
এদিন ঘোষণা করা হল বড় পর্দায় মুক্তি ঠিক দুই মাসের মাথাতেই ওয়েব মাধ্যম নয়, বরং ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে টেক্কা ছবিটির। ছোট পর্দায় আসছে দেবের ছবি। স্টার জলসায় দর্শকরা দেখতে পাবেন এবছরের অন্যতম ব্লকবাস্টার হিট বাংলা ছবি।
স্টার জলসার তরফে এদিন টেক্কা ছবিটির একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে আগামী ২২ ডিসেম্বর অর্থাৎ রবিবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে টেক্কা ছবিটির। কখন? সেদিন দুপুর আড়াইটে নাগাদ সম্প্রচারিত হবে ছবিটি।
টেক্কা প্রসঙ্গে
টেক্কা ছবিটির পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় ছিলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক, প্রমুখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টোটা রায়চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি।
দেবের আগামী ছবি
দেব আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচারে। ২০ তারিখ অর্থাৎ ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর খাদান। আর সেই ছবির প্রচারে তিনি এখন গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। এদিন তিনি মালদা, রায়গঞ্জে প্রচার চালিয়েছেন তাঁর টিম নিয়ে। আগামীকাল যাবেন শিলিগুড়ি।
খাদান ছবিটিতে দেবের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখকে। এই ছবিটিতে দেবকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।