রবিবার ৯ জুন আয়োজন করা হয়েছিল ২১তম টেলি সিনে অ্য়াওয়ার্ডের। কলকাতার নজরুল মঞ্চে হাজির ছিলেন টলিউডের নামী তারকারা। সৌমিতৃষা কুণ্ডু, অঙ্কিতা মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট।
প্রধানের জন্য পুরস্কৃত হলেন সৌমিতৃষা কুণ্ডু। পেলেন ‘সেরা ডেবিউ’-র সম্মান এদিন গোলাপি লং গাউনে অ্যাওয়ার্ড মঞ্চে গিয়েছিলেন সৌমিতৃষা। পুরস্কার হাতে নিয়ে তাঁকে মঞ্চ থেকেই বলতে শোনা যায়, ‘যে কোনও অ্যাওয়ার্ড যখন হাতে আসে, আমার মনে হয় তাঁর কৃতিত্ব গোটা টিমের। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেব দা, অতনু স্যার অভিজিৎ দা। আমার ভক্ত, ভালোবাসার মানুষদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে আশীর্বাদ করবেন যাতে গুটি গুটি পায়ে এভাবেই এগিয়ে যেতে পারি।’
আরও পড়ুন: স্তন ক্যানসারে আক্রান্ত মিঠু চক্রবর্তী, চলছে কেমো! কেমন আছেন এখন, জানালেন সব্যসাচী
অ্যাওয়ার্ড হাতে একটি ছবিও পোস্ট করেন সৌমিতৃষা ইনস্টাগ্রামে। লিখলেন, ‘লিখতে বসলে শেষ হবে না আজকের অনুভূতি! তবুও যেটুকু না বললেই নয়..., অতনু স্যার , অভিজিৎ স্যার এবং আমাদের সবার প্রিয় সুপারস্টার, কাছের মানুষ @imdevadhikari , তোমাদের অনেক ধন্যবাদ আমায় এই ছবিটি বিশ্বাস করে দেওয়ার জন্যে, একটি আ্যওয়ার্ড এর কৃতিত্ব পুরো টিমের এবং দর্শকের! যেমন এইটিরও কৃতিত্ব আমার পুরো #pradhan টিমের ! আর আমার দর্শক , ফ্যানপেজ, তোমরা শুধু এপার বাংলার নয়, জানি ওপার বাংলার, বাংলাদেশেরও মেয়ে হয়ে গেছি আমি! এভাবেই পাশে থাকবেন!সবাই আশির্বাদ করবেন, দোয়া করবেন এভাবেই যেন এগিয়ে যেতে পারি!’
আরও পড়ুন: শাহরুখ-অক্ষয়ের ভাইচারা! মোদী মিলিয়ে দিল খিলাড়ি আর পাঠানকে, ছবি নিয়ে উচ্ছ্বাস
এটা আমাদের গল্প-র জন্য পুরস্কৃত হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। মানসী সেনগুপ্তর প্রথম সিনেমাই দর্শক মনে দাগ কেটে গিয়েছে। খুব ভালো ব্যবসা করেছে বাংলায়। অভিনেতা জানালেন, প্রথমে মানসী সেনগুপ্ত ছোট্ট রোল দিয়েছিলেন টলিউডের অপুকে। তাঁর আশঙ্কা ছিল, সময় বের করতে পারবেন না বুঝি শাশ্বত। তবে স্ক্রিপ্ট পরে, অভিনেতার শর্ত ছিল, যদি করতে হয় তাহলে এই রোলটাই করব। শর্মাজি। আর তারপর তো বাকিটা ইতিহাস।
আরও পড়ুন: ইউভানকে এক ধারে বসিয়ে রাজের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী! ‘এ কেমন মা’, ছি ছি নেটপাড়ার
সেরা টিভি নায়িকার পুরস্কার পান জগদ্ধাত্রী সিরিয়ালের অঙ্কিতা মল্লিক। খুব সম্ভবত সেরা টিভি নায়কের পুরস্কার যায় অনুরাগের ছোঁয়ার দিব্যজ্যোতি দত্তের হাতে। এছাড়াও পুরস্কৃত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তারকারাও।